আন্তর্জাতিক ডেস্ক : আড়াই ঘণ্টা আগে জানতে পেরেও শক্তিশালী ইরানী ক্ষে'পণা'স্ত্রের কাছে পরাজিত মার্কিন প্র'তিরো'ধ প্রযুক্তি! হোয়াইট হাউসের দাবি, ইরাকে আল আসাদ বিমানঘাঁ'টিতে ইরানের হা'মলা'র ঘট'নায় কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি। গত ৮ জানুয়ারি ভোরে ওই হা'ম'লা চালানো হয়। আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, আড়াই ঘণ্টা আগে থেকে হা'মলার বিষয়ে জানতে পারে মার্কিন সৈন্যরা। এর পর তারা বাং'কারে আশ্রয় নেন।
ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রো'ন হা'মলা করে হা'ম'লা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেই হ'ত্যায'জ্ঞে মোট ১০ জন প্রা'ণ হারান। সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধের অংশ হিসেবে ইরাকের মার্কিন বিমানঘাঁ'টিতে হা'মলা চা'লায় ইরান। ইরানের দাবি সেই হা'মলায় ৮০ মার্কিন সেনা নিহ'ত হয়েছেন।
ইরাকের মার্কিন ঘাঁ'টিতে হা'মলার কয়েক ঘণ্টা পর ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের বিমান বি'ধ্ব'স্তের ঘটনায় প্রা'ণ হা'রান ১৭৬ জন। ইরান ভুল করে বিমানটি ভূ'পাতি'ত করেছিল।