রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৪:৪৪:৫৬

কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্রতি'বাদে রাজপথে হাজার হাজার পাকিস্তানিরা

কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্রতি'বাদে রাজপথে হাজার হাজার পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বি'প্ল'বী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমা'ন্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে হ'ত্যার বি'রু'দ্ধে পাকিস্তানে ব্যা'পক প্র'তিবা'দ হয়েছে। জেনারেল সোলাইমানিকে হ'ত্যার প্রতি'বাদে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের হাজার হাজার মানুষ গতকাল রাস্তায় নেমে প্রতি'বাদ করেন।

এ সময় বিক্ষো'ভকারীরা জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত পোস্টার এবং ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল এবং আমেরিকার ধ্বং'স কামনা করে নানা স্লো'গান দেন। বিক্ষো'ভ মিছিলের এক পর্যায়ে বি'ক্ষু'ব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কু'শপু'ত্তলিকায় আ'গুন দেয়। জেনারেল সোলাইমানিকে হ'ত্যার পর ইরান এবং আমেরিকার মধ্যে যে প্র'চ'ণ্ড উত্তে'জনা দেখা দিয়েছে সে ব্যাপারে পাকিস্তান সরকারের অবস্থান স্পষ্ট করারও দাবি জানান বিক্ষো'ভকারীরা।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো দেশের বি'রু'দ্ধে হা'মলা চালানোর জন্য পাকিস্তানের মাটি কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। এছাড়া, আঞ্চলিক পর্যায়ের দ্ব'ন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইরান, সৌদি আরব এবং আমেরিকা সফরের নির্দে'শ দিয়েছেন যাতে আঞ্চলিক উত্তে'জনা কমানো যায়। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে