রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৫:১৬:১২

ভারতের আকাশে বো'মাত'ঙ্ক, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

ভারতের আকাশে বো'মাত'ঙ্ক, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আকাশে বিমানে বো'মাত'ঙ্ক। আর তাই কলকাতা বিমানবন্দরে জ'রু'রি অবতরণ করানো হল মুম্বাইগামী বিমানটি। বিমানে ছিল ১১৪ জন যাত্রী। রোববার কলকাতায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারমধ্যেই এই আ'ত'ঙ্ক। ফলে শহর জুড়ে উত্তে'জনা ছড়ায়।

রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই বি'প'ত্তি। বিমানে থাকা এক যাত্রী হাজির ককপিটে। পাইলটকে ডেকে জানান, মহিলা যাত্রীর গায়ে বোমা বাঁধা রয়েছে। যে কোনও মুহূর্তে বি'স্ফো'রণ হতে পারে। যাত্রীর অভিযোগ শুনে তড়িঘড়ি বিমানটিকে অবতরণ করানো হয়। রানওয়ে ফাঁকা করে ঘিরে ফেলে সেনা জওয়ানরা। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। এরপর বিমান থেকে এক-এক জন যাত্রীকে নামিয়ে চলে ত'ল্লা'শি। 

এমনকী বিমানের কোনে কোনে খুঁ'জে দেখা হয়। কিন্তু কিছু মেলেনি। এমনকী যাত্রীর শরীরেও কিছু মেলেনি। বিমানের পাইলট জানান, আ'চম'কাই মোহিনী মণ্ডল নামে এক যাত্রী তাদের কাছে এসে বো'মা থাকার জানান। পরে ওই মহিলাকে গ্রে'ফতার করা হয়। তাকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই মহিলা যাত্রী এই ভুয়ো গল্প ফাঁ'দলেন তা এখনও জানা যায়নি। এর পিছনে অন্য কোনও চ'ক্রা'ন্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার ভুয়ো বো'মাত'ঙ্কের খবর ছড়িয়েছে বিমানে। 

জ'রু'রী অবতরণ করে ত'ল্লা'শি করেও মেলেনি কিছি। বহুক্ষেত্রেই দেখা যায়, নিছকই মজা করতে এই ধরণ খবর ছড়ানো হয়। এটাও সেরকম কিছু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বো'মাত'ঙ্কের খবর যখন ছড়ায় সেইসময় কলকাতায় ছিলেন প্রধানমন্ত্রী মোদি। বেলুড় মঠে বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠান, কলকাতা পোর্ট ট্রাষ্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে