রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৬:১৬:১৮

ইরানে খামেনি বিরো'ধী বি'ক্ষো'ভকারীদের সমর্থন জানিয়ে ফারসি ভাষায় ট্রাম্পের টুইট

ইরানে খামেনি বিরো'ধী বি'ক্ষো'ভকারীদের সমর্থন জানিয়ে ফারসি ভাষায় ট্রাম্পের টুইট

আন্তর্জাতিক ডেস্ক : ১৭৬ যাত্রীসহ ইউক্রে'নীয় বিমান ভূ'পা'তিতের কথা ইরান স্বী'কার করে নেয়ার পর গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরানে বি'ক্ষো'ভ হয়। একদল ইরানি তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বি'ক্ষো'ভ করে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে বি'ক্ষো'ভকারীদের সমর্থন জানিয়েছেন।

ইংরেজি এবং ফারসি ভাষায় দুটি টুইট করেছেন ট্রাম্প। টুইটার বার্তায় তিনি লিখেছেন, 'ইরানের সা'হ'সী ও ভু'ক্তভো'গী জনগণকে আমি রাষ্ট্রপতি হিসেবে ক্ষ'মতা গ্রহণের শুরু থেকেই আপনাদের পাশে আছি এবং আমার প্র'শা'সন আপনাদের সমর্থ'ন দিয়ে যাবে। আমরা আপনাদের প্র'তিবা'দ নি'বি'ড়ভাবে প'র্যবে'ক্ষণ করছি। আপনাদের সা'হ'স আমাদের অ'নুপ্রে'রণা যো'গায়।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে বি'ক্ষো'ভের ভিডিও প্র'কা'শ করে বলা হয়েছে, 'আয়াতুল্লাহ খামেনির শা'স'ন ব্যবস্থার মি'থ্যাচা'র, ব্য'র্থ'তা এবং নি'ষ্ঠু'রতার বি'রু'দ্ধে ইরানি জনগণ তাদের প্র'তিবা'দ চালিয়ে যাবে।'

আলজাজিরা জানিয়েছে, সাম'রিক বাহিনীর অ'নি'চ্ছাকৃত ভু'লে ১৭৬ আরো'হীসহ ইউক্রে'নের একটি যাত্রীবাহী বিমান ক্ষে'পণা'স্ত্র ছু'ড়ে ভূ'পা'তিত করার কথা তেহরান স্বী'কার করার পর দেশটির সর্বো'চ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প'দত্যা'গ দাবি করেছে একদল ইরানি বি'ক্ষো'ভকারী। স্থানীয় সময় শনিবার টুইটারে প্রকাশিত ভিডিওতে আমির কবির বিশ্ববিদ্যালয়ে বি'ক্ষো'ভকারীদের স'র্বা'ধিনা'য়কের প'দত্যা'গ, প'দত্যা'গ' স্লো'গা'ন দিতে দেখা গেছে। 

ইরানের ফা'র্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের সমাবেশ থেকে ‘উ'গ্রবা'দী’ স্লো'গা'ন দেওয়ার পর বি'ক্ষো'ভকারী শিক্ষার্থীদের ছ'ত্রভ'ঙ্গ করে দেয় ইরান পুলিশ। বি'ক্ষো'ভ-স'মাবে'শে শিক্ষার্থীরা ইরান সরকারকে ‘মি'থ্যাবা'দী’ বলে স্লো'গা'ন দেয় এবং উড়োজাহাজ ভূ'পা'তিত করার ঘটনায় দা'য়ীদের প'দত্যা'গ ও বি'চা'রের দাবি জানায়। সূত্র : আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে