রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৭:১৭:০৭

চার ধ'র্ষকের ফাঁ'সির টাকায় যা করবেন জল্লা'দ পবন

চার ধ'র্ষকের ফাঁ'সির টাকায় যা করবেন জল্লা'দ পবন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে নির্ভ'য়াকে ধ'র্ষ'ণ ও হ'ত্যাকা'ণ্ডের দা'য়ে সা'জা পাওয়া চার ধ'র্ষ'ককে ফাঁ'সি দেয়ার বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মেয়ের বিয়ে দেবেন বলে জানিয়েছেন পবন (৫৭) নামের এক জল্লা'দ। বর্তমানে ওই চারজন উত্তর প্রদেশ রাজ্যের একটি কারাগারে ব'ন্দি রয়েছেন।

জল্লা'দ পবন বলেন, আমি যদি চার ধ'র্ষ'ককে ফাঁ'সিতে ঝো'লাই, তাহলে সরকার আমাকে ১ লাখ রুপি পুরস্কার দেবে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার এই অর্থের দরকার। মাসের পর মাস ধ'রে আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম।’আগামী ২২ জানুয়ারি চার অপরা'ধীকে ফাঁ'সির আদে'শ দিয়েছেন ভারতের আদালত। এ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন পবন।

তিনি বলেন, তারা (কর্মকর্তা) আমাকে বলেছে যেকোনো দিন আমাকে তিহারে নিয়ে যাওয়া হবে। হতে পারে সেটা পরশু বা তারপর। ফাঁ'সিটা যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য রিহা'র্সালের প্রয়োজন রয়েছে। তাই আমাকে কিছুটা আগেই সেখানে যেতে হবে।

বার্তা সংস্থা আইএএনএস জানায়, পবন তার পরিবারের চতুর্থ প্রজ'ন্মের জ'ল্লা'দ। এর আগেও তার পূর্বপুরুষরা একই কাজ করেছেন। উত্তর প্রদেশের কা'রা কর্তৃপক্ষ তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেয়। এর পাশাপাশি আর কোনো আয়ও নেই তার। কোনো অপরা'ধীকে ফাঁ'সিতে ঝো'লা'লেই আলাদাভাবে কিছু অর্থ তার হাতে আসে। এ কারণেই মেয়ের বিয়ের অর্থ সংস্থান নিয়ে বেশ চি'ন্তি'ত ছিলেন তিনি।

জানা গেছে, প্রতিটি ফাঁ'সির জন্য জল্লা'দকে ২৫ হাজার রুপি পুরস্কার দেয় ভারত সরকার।২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চল'ন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভ'য়াকে গ'ণধ'র্ষণ করে কয়েক ব্যক্তি। গ'ণধর্ষ'ণের পর বাস থেকে ছুঁ'ড়ে ফে'লে দেওয়া হয় তাকে।২০১৩ সালের সেপ্টেম্বরে নির্ভ'য়াকে গ'ণধ'র্ষণ করে হ'ত্যার দা'য়ে ছয় আসামির মধ্যে চারজনের ফাঁ'সির আদেশ দেয় দিল্লির ফাস্ট ট্র্যা'ক কোর্ট। ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট চারজনের ফাঁ'সির আদে'শ বহাল রাখে।

২০১৭ সালে সেই রায় পুনর্বি'বেচনা করে দেখতে আদালতে আর্জি জানিয়েছিল অন্যতম অভিযু'ক্ত অক্ষয় ঠাকুর সিং। তবে সেই আবেদন খারি'জ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে