রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৭:৫৯:৫৪

বড় দু'র্ঘ'টনা আশ'ঙ্কা, ১০ মার্কিনের মৃ'ত্যু : যুক্তরাষ্ট্রের ১১০০ ফ্লাইট বাতিল!

বড় দু'র্ঘ'টনা আশ'ঙ্কা, ১০ মার্কিনের মৃ'ত্যু : যুক্তরাষ্ট্রের ১১০০ ফ্লাইট বাতিল!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে প্রায় এক হাজার ১০০ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে বড় দু'র্ঘ'টনা আশ'ঙ্কায় শিকাগোর ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫০ টির বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়। ইউএসএ টুডে জানিয়েছে, শ'ক্তিশা'লী ঝড় ও হিমশীতল বৃষ্টিপাতের মধ্য বিমান চলাচল করলে বড় দু'র্ঘ'টনা আশ'ঙ্কা রয়েছে, সেই কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। শিকাগোর জ'রু'রি বিভাগের বরাত দিয়ে এখবর জানিয়েছে ইউএসএ টুডে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঝড় ও শীতল বৃষ্টির বৈ'রি আবহাওয়ায় শিকাগোর জনজীবন বি'প'র্যস্ত হয়ে পড়েছে। অ'তিরি'ক্ত বৃষ্টিপাতের কারণে বেশ কিছু স্থানে আ'ক'স্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইসিয়ানা এবং আলাবামায় বেশ কয়েকটি ঝ'ড় বয়ে গেছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুতবি'চ্ছি'ন্ন অবস্থায় দিন কাটাচ্ছে নাগরিকরা। এই ঝড়ের কারণে দু'র্ঘ'টনায় পড়ে এখন পযন্ত ১০ জনের মৃ'ত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে