রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৮:২৪:১৫

ইরান টা'র্গেট করতে পারে, সেই ভ'য়ে দুবাই গেলেন না ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

ইরান টা'র্গেট করতে পারে, সেই ভ'য়ে দুবাই গেলেন না ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হা'মলার ভ'য়ে চলতি মাসে পূর্ব নির্ধারিত দুবাই সফর স্থ'গিত করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। মার্কিন-ইরান উত্তে'জনার কারণেই এ সফর স্থ'গিত করা হয়েছে। বোরবার দেশটির কূটনৈতিক সূত্র এ কথা জানায়। এই খবর দিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

দেশটির এক কূটনীতিক বলেন, পররাষ্ট্রমন্ত্রী কাৎজ এ মাসের মাঝামাঝি সময়ে উপসাগীয় দেশটির আয়োজনে এক্সপো ২০২০ দুবাইয়ের ইভেন্টে অংশ্রগ্রহণ করার কথা ছিল। তবে নি'রাপ'ত্তা কর্মকর্তাদের নির্দে'শনার কারণে তিনি এ সফর স্থ'গিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর দুবাই সফরের পরবর্তী তারিখ ঘোষণা না দিয়ে তিনি এ কথা জানিয়েছেন। ইসরাইল স'ত'র্ক করে দিয়েছে যে, মার্কিন মিত্রদের বি'রু'দ্ধে প্র'তিশো'ধ নিতে ইরান কাৎজকে টা'র্গে'ট করতে পারে। 

প্রতিবেদনে বলা হয়, তবে হু'ম'কির ব্যাপারে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণের বিষয় ই'ঙ্গি'ত করেননি। আবর আমিরাতে সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক উপভোগ না করলেও এক্সপো ২০২০ দুবাইতে একটি প্যাভিলিয়ন থাকবে ইসরাইলের। ওই প্যাভিলিয়নটি অক্টোবরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু উদ্বোধন করেছেন। কয়েক দশক ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তে'জনা চলে আসছে। 

১৯৭৯ সালে ইরানি বি'প্লবের পর থেকে তেহরানের আঞ্চলিক শ'ত্রুতে পরিণত হয় ইসরাইল। সম্প্রতি বছরগুলোতে ইসরাইল সুন্নী উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। এটি ইরানের জন্য উদ্বে'গ সৃষ্টি করছে। তবে সম্প্রতি মার্কিন ড্রো'ন হা'ম'লায় ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহ'ত হন। এর প্র'তিশো'ধ নিতে গত সপ্তাহে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালায় ইরান। এরপরই দেশ দুটির মধ্যে নতুন করে উত্তে'জনা বাড়তে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে