রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৯:৫৬:২১

সঠিক অবস্থান নি'শ্চিত করে সোলাইমানির ওপর নিখুঁ'ত হা'মলায় সাহায্য করেছিল ইসরাইলি গোয়েন্দারা!

সঠিক অবস্থান নি'শ্চিত করে সোলাইমানির ওপর নিখুঁ'ত হা'মলায় সাহায্য করেছিল ইসরাইলি গোয়েন্দারা!

নিউজ ডেস্ক : ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হা'মলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর নি'খুঁ'ত এই হা'মলায় সোলাইমানির সঠিক অবস্থান নি'শ্চি'ত করতে সহায়তা করেছে ইসরায়েলের গোয়েন্দারা। এই খবর নিশ্চিত করেছে জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দামেস্ক থেকে ইরাকে উড়ে আসেন সোলাইমানি। সেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য সরবরাহকারীরা সোলাইমানিকে বহনকারী বিমান সম্পর্কে তথ্য দেন। পরবর্তীতে সেই তথ্য যাচাই করে সোলাইমানির সঠিক অবস্থান নি'শ্চি'ত করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'। 'মোসাদ' এর পাঠানো নি'র্ভূ'ল তথ্যের উপর নির্ভর করে সোলাইমানির ওপর নি'খুঁ'ত হা'মলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন ড্রোন হা'ম'লায় নিহ'ত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হ'ত্যাকা'ণ্ড র'হ'স্যের অ'বসা'ন এখনও হয়নি। হা'ম'লায় তার লাশ ক্ষ'তবি'ক্ষ'ত হয়ে যায়। পরে তার ব্যবহৃত লাল আংটি দেখে লা'শ শ'না'ক্ত করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, তার অবস্থান কিভাবে জেনেছিল মার্কিনিরা। ইরাকের ত'দ'ন্তকারী বাহিনীদের প্রাথমিকভাবে ধারণা, অবস্থান শ'না'ক্ত করে তাতে নি'র্ভু'ল হা'ম'লা চালাতে সহায়তা করেছিল ইসরাইলি গু'প্তচ'রেরা।

সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, কালো কাচে ঢাকা গাড়িতে করে দামেস্কো বিমানবন্দরে আসেন ইরানের প্র'ভা'বশালী জেনারেল কাসেম সোলাইমানি। তার সঙ্গে ছিলেন ইসলামি বি'প্ল'বী গার্ডসের চার সদস্য। চাম উইংস এয়ারবাস এ-৩২০ এর সিঁড়ির কাছেই থামেন তারা। বিমানটি বাগদাদ যাবে। চাম উইংস এয়ারলাইনসের এক কর্মী রয়টার্সকে বলেন, যাত্রীদের তালিকায় সোলাইমানি কিংবা বি'প্ল'বী গার্ডসের সদস্যরা কেউ ছিলেন না। 

নি'রাপ'ত্তা নিয়ে উ'দ্বি'গ্ন থাকায় নিজের ব্যক্তিগত বিমান ব্যবহার এড়িয়ে গেছেন সোলাইমানি। জীবনে শেষবারের মতো কোনও যাত্রীবাহী বিমানে উঠলেন সোলাইমানি। বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার দুটি সাঁজোয়া যানের বহরে মার্কিন ড্রো'ন থেকে ছোড়া রকেট হা'ম'লায় তিনি নিহ'ত হন। বিমানবন্দরে সোলাইমানির সঙ্গে দেখা করা ইরাকি পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসও নিহ'ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে