সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ০২:৪৫:৫৯

একের পর এক পাকিস্তানি ড্রো'ন, আত'ঙ্কে ভারতীয় গোয়েন্দারা

 একের পর এক পাকিস্তানি ড্রো'ন, আত'ঙ্কে ভারতীয় গোয়েন্দারা

আন্তর্জতিক ডেস্ক : আবারও উত্ত'প্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতের পাঞ্জাব প্রদেশে একের পর এক পাকিস্তানি ড্রো'ন দুঃশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বা’হিনীর।

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, গত সাপ্তাহে বি’স্ফোরক বোঝাই দুটি ড্রো'ন ভূ'পা'তিত করার পর তা আরো দুঃশ্চি'ন্তায় ফেলে ভারতীয় গোয়েন্দাদের। প্রথমে ড্রো'নের হা'নায় তারা ভেবেছিল সীমান্তে নজরদারি বাড়াতেই একের পর এক ড্রো'ন উড়াচ্ছে পাকিস্তান। কিন্তু বি’স্ফোরক পাওয়ার পর তারা পাকিস্তানের ড্রো'ন নিয়ে নতুন সিদ্ধান্তে উপনীত হচ্ছে।

দেশটির গোয়েন্দারা জানায়, পাঞ্জাব প্রদেশে খালিস্তানপন্থী উ'গ্রগোষ্ঠী'গুলোকে সহায়তা করার জন্যই মূলত ড্রো'নের মাধ্যমে বি’স্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান। তাদের দাবি, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০-১৫টি পাকিস্তানের ড্রো'নের ভারতে প্রবেশের প্রমাণ মিলেছে।

এদিকে ভারতীয় গোয়েন্দারা জানায়, পাকিস্তানি এসব ড্রো'ন ‘প্রি-ফেড’ প্রযুক্তির ফলে এরা নির্দিষ্ট তথ্যের অনেক উঁচু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে নিরাপদে ফিরে যেতে সক্ষম। একইসাথে এগুলো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেকটা দূরত্ব পার হয়ে লক্ষ্যবস্তুতে আ'ঘা'ত হা'নতে সক্ষম। এরফলে এগুলোকে সহজে চিহ্নিত করা যায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে