সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ০৪:০৮:২৩

পুতিনের হুঁ'শিয়ারি: মধ্যপ্রাচ্যে সংঘাত হলে বিশ্বব্যাপী বড় ধরনের বিপর্য'য় ঘটবে

পুতিনের হুঁ'শিয়ারি: মধ্যপ্রাচ্যে সংঘাত হলে বিশ্বব্যাপী বড় ধরনের বিপর্য'য় ঘটবে

আন্তর্জতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সং'ঘা'তের সৃষ্টি হলে বিশ্বব্যাপী বড় ধরনের বি'পর্য'য়ের সৃষ্টি হবে বলে হুঁ'শিয়ারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর ডেইলি মেইল।

পুতিন জানান, মধ্যপ্রাচ্যে যু'দ্ধ শুরু হলে বিপুল সংখ্যক মানুষ ইউরোপসহ পৃথিবীর অন্যান্য জায়গায় পাড়ি দেবে। তাছাড়া অনেক নিরীহ মানুষ অকারণে প্রা'ণ হা'রাবে।

এ অবস্থা বিবেচনায় এনে পুতিন ও জার্মান চ্যান্সেলর উভয়েই ইরানের পর'মাণু সমঝোতা চুক্তি রক্ষায় গুরুত্বারোপ করেন।
তেহরানের কাছে ইউক্রেন বিমান বিধ্ব'স্ত ঘটনায় অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ঘটনাটি হৃদ'য়বিদারক। তবে অনিচ্ছাকৃতভাবে বিমান বিধ্ব'স্তের দায় স্বী'কার করে নিয়ে ইরান খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্য ও দু'দেশের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আরো আলোচনা করবেন তারা।

সিরিয়া প্রসঙ্গে এ দুই নেতা একমত হয়ে জানান, রাজনৈতিক উপায় ছাড়া সিরিয়ার চলমান পরিস্থিতি নিরসন অসম্ভব। সিরিয়া পুনর্গঠনে বিশ্বনেতাদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, দ্বিতীয় বি'শ্বযু'দ্ধে'র আগ থেকে এ পর্যন্ত রাশিয়া আর জার্মানির সুসম্পর্ক তৈরি হয়নি। তবে অ্যাঙ্গেলা মার্কেলের এবারের রাশিয়া সফর দু'দেশের সুসম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশে'ষজ্ঞ। তাদের মতে, এ সফরে রাশিয়া ও জার্মানি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে তা দু'দেশের ম'তবি'রোধ দূর করতে অগ্রগামী ভূমিকা পালন করবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের বিষয়ে দু'দেশের একই অভিমত প্রমাণ করছে সুসম্পর্কের নৌকার পালে হাওয়া লেগেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে