মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ১২:২৯:০৩

ট্রাম্পের উ'সকে দেয়া উ'ত্তেজ'নায়ই ইরানে বিমান বি'ধ্ব'স্ত: ট্রুডো

ট্রাম্পের উ'সকে দেয়া উ'ত্তেজ'নায়ই ইরানে বিমান বি'ধ্ব'স্ত: ট্রুডো

আন্তর্জতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বি'ধ্ব'স্ত হয়ে নিহ'ত হয়েছে ১৭৬ জন। ট্রাম্পের উ'সকে দেয়া উত্তে'জনা'য়ই ইরানের ক্ষে'পণা'স্ত্রের আ'ঘা'তে ইউক্রেনের বিমান বি'ধ্ব'স্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার গ্লোবাল টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন ট্রুডে। 

তিনি আরও বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র যদি কিছুটা উ'ত্তে'জনা উ'সকে না দিত তবে ইরানের ক্ষে'পণা'স্ত্রে' বিধ্ব'স্ত বিমানের যাত্রীরা আজও বেঁচে থাকতেন।
জাস্টিন ট্রুডো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ খুবই পরিষ্কা'র যে একটি পরমাণু অ'স্ত্রবিহী'ন ইরান যেমন দরকার, তেমনি আঞ্চলিক উ'ত্তেজ'নাও নিয়ন্ত্রণে রাখা উচিত। সাম্প্রতিক এই উ'ত্তেজ'না যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মাধ্যমেও ডে'কে আনা হয়েছে বলেও মন্তব্য করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী।

তেহরান থেকে উড্ডয়নের পরে ইরানি ক্ষে'পণা'স্ত্রের আ'ঘা'তে ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিধ্ব'স্ত হয়। এতে বিমানটির ১৭৬ যাত্রীর সবাই নিহ'ত হয়েছেন, যাতে ৫৭ কানাডীয়ও রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে