আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনার কারণে স্বর্ণের দাম বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে। বিনিয়োগকারীরা এই প্রাচীন ধাতুকে ঝুঁকিমুক্ত নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন।
২০২৪ সালে স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়ে যায়, আর চলতি বছর এ পর্যন্ত বেড়েছে ৩৮ শতাংশ। চলতি সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬৫০ ডলার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা, ডলারের দুর্বলতা, বন্ড ইল্ড কমে যাওয়া এবং বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয় বৃদ্ধি স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী করেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো ইতিহাসে দ্রুততম হারে স্বর্ণ কেনা শুরু করেছে, যার ফলে বৈশ্বিক সরকারি রিজার্ভে ৩৬ হাজার ৭০০ টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে।
সরবরাহ সীমিত হওয়ায় দাম বাড়ার সম্ভাবনা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প ও মধ্যমেয়াদে দাম ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে, আর ২০২৫ সালের শেষ প্রান্তিক বা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ৪ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। স্বল্প বিনিয়োগ সরিয়ে বিশ্ববাজারে চাপ পড়লে দাম ৫ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে।
বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ছে। দেশীয় বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার টাকার ওপরে গিয়ে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বিনিয়োগ করতে চাইলে ধাপে ধাপে এবং দীর্ঘমেয়াদী নিরাপদ সম্পদ হিসেবে এগোনোর পরামর্শ দিচ্ছেন। বিশ্ববাজারের অস্থিরতা চলতে থাকলে স্থানীয় দাম ২ লাখ টাকার বেশি ছুঁতে পারে।
সূত্র- খালিজ টাইমস ও রয়টার্স