মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০২:৪৬:০৪

আবার ইরাকে মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে ক্ষে'পণা'স্ত্র হা'মলা, এবার এর বিচার চেয়েছে ওয়াশিংটন

 আবার ইরাকে মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে ক্ষে'পণা'স্ত্র হা'মলা, এবার এর বিচার চেয়েছে ওয়াশিংটন

আন্তর্জতিক ডেস্ক : ড্রো'ন হা'মলায় মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হ'ত্যার চ'রম প্র'তিশো'ধ নিতে কথামতো গত মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) ইরাকে মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে দুটি সামরিক ঘাঁ'টিতে এক দ'ফা ক্ষে'পণা'স্ত্রে'র হা'মলা চালিয়েছে ইরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে ক'ঠোর অর্থ'নৈতি'ক অব'রো'ধ আ'রোপে'র হুঁ'শিয়ারি দিয়েছেন। এ হুঁ'শিয়া'রির মধ্যেই ইরাকে আবার মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে ক্ষে'পণাস্ত্র' হা'মলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এর দা'য় কেউ স্বী'কার না করলেও এক ক্ষু'ব্ধ প্রতিক্রিয়ায় এর বিচার চেয়েছে ওয়াশিংটন।

এদিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বি'ধ্ব'স্ত' হয়ে ১৭৬ আরোহীর সবাই নিহ'ত হওয়ার ঘটনায় গতকাল সোমবারও ইরানে সরকারের বিরু'দ্ধে বি'ক্ষো'ভে অংশ নিয়েছেন বহু মানুষ। রাজধানী তেহরান ছাড়াও অন্যান্য শহরে অনুষ্ঠিত এই বি'ক্ষো'ভে ইরানের নেতৃত্বের বি'রু'দ্ধে স্লো'গা'ন দেন অংশগ্রহণকারীরা। আগের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বি'ক্ষো'ভকা'রীদের সংঘ'র্ষ ও কাঁ'দানে গ্যাসের শেল নি'ক্ষে'পের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সামরিক ঘাঁ'টিতে মঙ্গলবারের হা'মলা'র কয়েক ঘণ্টা পরই তেহরানে ক্ষে'পণা'স্ত্রের আ'ঘা'তে ইউক্রেনের উড়োজা'হাজ বি'ধ্ব'স্ত হওয়ার ঘটনার জের ধরে ইরানে আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে যে বি'ক্ষো'ভ শুরু হয়েছে, তা গতকাল তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। ইরান সরকারের দাবি, মানবিক ভুলেই ঘটেছে উড়োজাহাজ বি'ধ্ব'স্ত হওয়ার এমন ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে