মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪৫:৩৩

অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়বে সারা বিশ্বে : নাসা

অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়বে সারা বিশ্বে : নাসা

নিউজ ডেস্ক : তিন মাস পর অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে অস্ট্রেলিয়ার দা'বানল। কিন্তু পুরো ধোঁয়ায় ঢেকে গেছে মেলবোর্ন পার্ক। দাবানলের রো'ষের পর এবার ধোঁয়ার সঙ্গে যু'দ্ধ শুরু হল অস্ট্রেলিয়ায়। তবে শুধু অস্ট্রেলিয়া নয়; এই ধোঁয়ার সঙ্গে যু'দ্ধ করতে হতে পারে সারা বিশ্বের মানুষদের। 

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, এই ধোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ধোঁয়া সারা পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে কমপক্ষে একটি সার্কেল তৈরি করবে বলেও স'ত'র্ক করেছে সংস্থাটি। এক টুইট বার্তা নাসা জানায়, সংস্থাটির কয়েকটি স্যাটেলাইট বেশ কিছুদিন ধরে দাবানলের ধোঁ'য়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে।

গত ডিসেম্বরের শেষ দিকের ধোঁয়ার গতিবিধি পর্যবে'ক্ষণ করে সংস্থাটি জানিয়েছে, ধোঁয়া এরই মধ্যে অর্ধেক পৃথিবী অতিক্রম করেছে। এর প্রভাবে বিভিন্ন দেশের বায়ু দূ'ষি'ত হয়ে পড়েছে। সংস্থাটি আরো জানায়, গত ৮ জানুয়ারি দাবানলের ধোঁয়া দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। এর প্রভাবে সেখানকার আকাশ কুয়া'শাচ্ছন্ন হয়ে পড়েছে। তাছাড়া সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশ রঙ্গিন দেখাচ্ছে। 

নাসা জানিয়েছে, দাবানলের ধোঁয়ার কারণে দক্ষিণ আমেরিকার আকাশের রঙ পরিবর্তন হয়ে গেছে। আর দূ'ষি'ত করেছে নিউজিল্যান্ডের আকাশও। অস্ট্রেলিয়ায় ভ'য়াব'হ দাবানলের আ'গুনে প্রায় ১০ মিলিয়ন হেক্টর (১০,০০,০০০ বর্গকিলোমিটার) গুল্ম, বন এবং পার্ক পু'ড়ে গেছে। শুধু তাই নয়, এ কারণে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বং'স হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রা'ণ হা'রিয়েছেন। আর ইচ্ছাকৃতভাবে আ'গুন লাগানোর দা'য়ে শতাধিক ব্যক্তিকে গ্রে'প্তার করেছে স্থানীয় পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে