বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৫১:৩৫

হেলিকপ্টার থেকে গু'লি করে ৫ হাজার উট মে'রে ফেললো অস্ট্রেলিয়া

হেলিকপ্টার থেকে গু'লি করে ৫ হাজার উট মে'রে ফেললো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার থেকে গু'লি করে পাঁচদিনে পাঁচ হাজার উট হ'ত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার। ভ'য়াব'হ দাবানলের মধ্যে প্র'চ'ণ্ড গরম ও খ'রার কারণে চলতি মাসেই দেশের দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গু'লি করে হ'ত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার কেনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বং'স করে দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে, উটগুলো স্থানীয় বাসিন্দাদের হু'মকি হয়ে দাঁড়িয়েছিল বলেই তাদের মে'রে ফেলা হয়েছে। হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হ'ত্যা করা হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভ'য়াব'হ দা'বা'নলে পু'ড়ে সেখানকার প্রায় ৫০ কোটি প্রাণী মা'রা গেছে। 

এ কাজে সহায়তা করছে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পানি ডিপার্টমেন্ট। এএফপির খবরে বলা হয়, তারা এক বিবৃতিতে জানায়, খরার কারণে 'প্রাণিকল্যাণ বিষয়গুলো' জটিল হয়ে পড়েছে। পানির তৃষ্ণায় অনেক উট মা'রা যাচ্ছে অথবা পানি খোঁ'জতে গিয়ে একে অপরকে মাড়িয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মৃ'ত প্রাণীরা গুরুত্বপূর্ণ জলের উৎস ও সাংস্কৃতিক স্থানগুলো দূ'ষি'ত করে তুলছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা (এপিওয়াই) এলাকায় কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। তাদের সংখ্যা ২ হাজার ৩০০। তারা থাকেও ছড়িয়ে–ছিটিয়ে। এই এলাকাতেই এ হ'ত্যায'জ্ঞ চালানো হয়। কারণ এপিওয়াই ল্যান্ডসে দু'র্গ'ম এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়গুলোর ব্যা'পক চা'পের মুখে পড়েছে। তাদের গবাদিপশুর খামারে পানির জন্য ঢুকে পড়ছে উটগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে