বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮:০৮

দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়

 দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি - এনসিপি নেতা অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়েছেন। 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় তার ব্যক্তিগত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। 

প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকল বাহিনী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দ্রুত উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

জানা গেছে, মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম প্রধান এই নেতা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের সাথে ওই বিমানে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। বিমানটি অবতরণের ঠিক আগমুহূর্তে এই বিপর্যয় ঘটে। বিধ্বস্ত বিমানটির আগুনের তীব্রতা দেখে আরোহীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার পর দ্রুত অজিত পাওয়ারকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিমানে থাকা বাকিদের শারীরিক অবস্থা এবং আঘাতের মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জাতীয় রাজনীতির এই প্রভাবশালী নেতার দুর্ঘটনার সংবাদে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় বার্তা আসতে শুরু করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে