তী'ব্র ঠাণ্ডায় ভারতের কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের সত'র্কতাও জারি করা হয়েছে। এর মধ্যে বিহারের কিছু এলাকাও রয়েছে। কিন্তু তেমনই একটি এলাকায় গত দু'দিন 'তাপ প্রবাহের' কারণে ছুটি ঘোষণা করলেন দেশটির বিহারের এক জেলা প্রশাসক !
জানা যায়, সম্প্রতি বিহারের বেশ কিছু এলাকায় আবহাওয়া দফতর শৈত্যপ্রবাহের সত'র্কতা জারি করে। পটনা আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ৩ দিন কিছু এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে যেতে পারে। সে কথা মাথায় রেখেই একটি নোটি'ফিকেশন জারি করেন বিহারের গোপালগঞ্জের জেলা প্রশাসক আরশাদ আজিজ।
১২ জানুয়ারি এ নোটিশে ভুল করে ‘কো'ল্ডওয়েভ’-এর জায়গায় ‘হি'টওয়েভ’ লিখে দেওয়া হয়। লেখা হয় হি'টওয়েভের কারণে ১৩ ও ১৪ জানুয়ারি সকল সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সংবাদ সংস্থা এএনআই এই ছবি তুলে ধ'রেছে সংবাদমাধ্যমে। এ নোটিশ প্রকা'শ্যে আসতেই ভুল চোখে পড়ে অনেকের। কিন্তু ততক্ষণে বিষয়টি ছ'ড়িয়ে পড়েছে।