বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:২৫:৩৭

প্র'তিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র ভূ'পা'তিত করল সিরিয়া

 প্র'তিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র ভূ'পা'তিত করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী দেশটির মধ্যাঞ্চলের হোমস প্রদেশের টি৪ বিমান ঘাঁ'টিতে ইসরায়েলি যু'দ্ধবিমা'ন থেকে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লানো হয়েছে বলে দাবি করেছে। এ সময় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষে'পণা'স্ত্র ভূ'পা'তিত করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র টি৪ বিমান ঘাঁ'টি আ'ক্রা'ন্ত হয়েছে বলে জানিয়েছেন। হা'মলা'য় ঘাঁটি স্থাপনায় কিছু ক্ষ'য়ক্ষ'তি হলেও কারও প্রা'ণহা'নি হয়নি বলে দাবি করেছেন তিনি।

সিরীয় সামরিক বাহিনীর ওই মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ছোড়া অন্তত চারটি ক্ষে'পণা'স্ত্র বিমান ঘাঁ'টি পর্যন্ত পৌঁছালেও বেশ কয়েকটি ক্ষে'পণা'স্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হোমসের বিমান ঘাঁ'টি আ'ক্রা'ন্ত হওয়ার তথ্য জানানো হয়। তবে কারা এই হা'মলা চা'লিয়েছে সেব্যাপারে কিছু বলা হয়নি।

সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত বো'মা হা'মলা চা'লানো ইসরায়েল বলছে, যু'দ্ধবিধ্ব'স্ত সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটানোই তেলআবিবের লক্ষ।

পশ্চিমা সামরিক গোয়েন্দা সূত্রগুলো বলছে, হোমস প্রদেশের টি৪ বিমান ঘাঁ'টিটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা ব্যবহার করেন। গত কয়েক বছরে বেশ কয়েকবার আ'ক্রা'ন্ত হয়েছে এই ঘাঁ'টি।
ইসরায়েলের অভিযোগ, টি৪ বিমানঘাঁ'টি ব্যবহার করে লেবানভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে