বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:০৪:৪৩

হঠাৎ ব্যাপক বৃষ্টিপাতে বিপ'র্যয়ে ইসরাইল, ৮টি যু’দ্ধ বিমান ধ্বং’স!

হঠাৎ ব্যাপক বৃষ্টিপাতে বিপ'র্যয়ে ইসরাইল, ৮টি যু’দ্ধ বিমান ধ্বং’স!

আন্তর্জতিক ডেস্ক : হঠাৎ ব্যাপক বৃষ্টিপাতে বিপ'র্যয়ে ইসরাইল, ৮টি যু’দ্ধ বিমান ধ্বং’স! ইসরাইলের বিমান ঘাঁ'টিতে বড় ধরনের বিপ'র্যয় দেখা দিয়েছে। এই ঘাঁ’টিতে নিজেদের ৮টি এফ-১৬ যু’দ্ধবি’মানের বড় ধরণের ক্ষ'তির সম্মুখীন হয়েছে ইসরাইল।

ইসরাইলী সংবাদ সূত্রে জানা যায়, গত সপ্তাহে ইসরাইল জুড়ে হঠাৎ ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ এতই বেশি ছিলো যে, ভূগর্ভস্থ অংশগুলো ডুবে বি’মান বন্দরের রানওয়েও প্লাবিত হয়েছে। এতে দেশটির হাতজর বিমানঘাঁ'টিতে অন্তত ৫ কোটি লিটার পানি জমে যায়। কিন্তু সেখানে থাকা ভূগর্ভস্থ হ্যাঙ্গার থেকে কোনো যু’দ্ধবি’মানকে সরাতে ভুলে যায় বি’মান বা’হিনীর দায়িত্বে থাকা ইউনিট। এতে পানিতে ডুবে অন্তত আটটি এফ-১৬ যু’দ্ধবি’মান ক্ষ’তিগ্রস্ত হয়েছে।

ইসরাইলে্র এমন বিপ'র্যয়ে বি’মান বা’হিনী টুইটারে দোষ স্বী'কার করে বিবৃতি দিয়েছে। এতে তারা বলে, “আমরা বিমানগুলো না সরিয়ে ভুল করেছিলাম। অবশ্যই ভুল নিয়ে তদন্ত চলবে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে জন্য আমরা ব্যবস্থা নেবো।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে