আন্তর্জতিক ডেস্ক : ই’রাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের আল-তাজি বি’মান ঘাঁ’টিতে র’কেট হা’ম’লা হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সা’মরিক জোটের সদস্যরা এই ঘাঁ’টিতে অবস্থান করলেও রকেট হা’ম’লায় কোনও হ'তাহ'ত হয়নি বলে মঙ্গলবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুকে নাম প্রকাশ না করার শর্তে ই’রাকের সা’মরিক বা’হিনীর এক ক্যাপ্টেন বলেন, বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার উত্তরে আল-তাজি বি’মান ঘাঁ’টি আ'ক্রা'ন্ত হয়েছে। মঙ্গলবার অন্তত দুটি কাতিউসা র’কেট এই ঘাঁ’টিতে আছড়ে পড়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ই’রাকের সৈন্যরা ছাড়াও মা’র্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সা’মরিক জোটের সদস্যদের ঘাঁ’টি হিসেবে ব্যবহৃত হয় আল-তাজি বি’মান ঘাঁটি।
এক বিবৃতিতে ই’রাকের সামরিক বা’হিনী বলছে, হা’ম’লায় কোনও হ'তাহ'তের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী ওই বি’মান ঘাঁ’টিতে হা’ম’লার দায় স্বীকার করেনি।
তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, মা’র্কিন সৈ’ন্যদের উপস্থিতি থাকায় ই’রান-সমর্থিত শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে আল-তাজি বি’মান ঘাঁটি।