আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দাবি করে আসছে ভারত। আর প্রতিবারই তাতে ভেটো দিচ্ছে চীন। এবার ভারত তাদের পাশে পেল রাশিয়াকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারতের দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া। সেদেশের বিদেশমন্ত্রী সেরগে লাভরভ জানিয়েছেন, ভারচের উচিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া। কারণ উন্নয়নশীল দেশগুলিরও উপযুক্ত প্রতিনিধি থাকা জরুরি।
রাশিয়ার বিদেশমন্ত্রী অ'ভিযো'গ করেছেন এতোদিন ধরে যে এশিয়া স্পেসিফিক ধারনাকে ইন্দো-স্পেশিপিক ধারনায় বদলে ফেলার চেষ্টা চালাচ্ছে আমেরিকা, জাপান। এর নেপথ্যে যে চীনের হাত রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতের পক্ষে এটা বোঝা একেবারেই ক'ষ্টকর। তারাও বুঝতে পারছে কোথায় সম'স্যাটা তৈরি হচ্ছে।
কারণ স্পেশিফিক রিজিওয়নে চীন নিজের দা'পট বাড়াতে চাইছে বলে অভিযোগ করা হচ্ছে। সেকারণেই ক্রমশ চ্যালে'ঞ্জিং হয়ে ওঠা ভারতকে নি'রাপ'ত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে জায়গা দিতে চাইছে না। এশিয়ার মধ্যেই পৃথক গোষ্ঠী তৈরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।