বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩০:০৩

বরফে মোড়া চার ঘণ্টার রাস্তায় কাঁধে চেপে হাসপাতালে অন্তঃসত্ত্বা

বরফে মোড়া চার ঘণ্টার রাস্তায় কাঁধে চেপে হাসপাতালে অন্তঃসত্ত্বা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় চার ঘণ্টা বরফে মোড়া রাস্তা পেরিয়ে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিলো ভারতীয় সেনা। একটি ফুটফুটে সন্তানের জন্মও দিয়েছেন তিনি। আপাতত ওই মহিলা এবং নবজাতক সুস্থই রয়েছেন। কাশ্মীরের এই ভিডিও ভা'ইরা'ল নে'টদুনিয়ায়। তা চোখ এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। ওই ভিডিওটি রিটুইট করে সেনার প্রশংসা করেছেন তিনি।

যত দূর চোখ যায় শুধু সাদা। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে তুষারপাত নিয়ে। ভূস্বর্গ ইতিমধ্যেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। হিমশীতল কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। কিন্তু যারা ওই এলাকার বাসিন্দা? তাদের পক্ষে তো আর বসে শুধুমাত্র বরফ উপভোগ করলেই চলবে না। তাদের জীবনই কাটে ক'ষ্ট করে। বরং অবিরাম তুষারপাতের জেরে দৈনন্দিন দিনযাপনই ক'ঠিন হয়ে গিয়েছে স্থানীয়দের।

এই প্রতিকূল আবহাওয়ার মাঝে প্রসব বে'দনা শুরু হয় শামিমা নামে এক তরুণীর। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্র'তিকূ'ল রাস্তায় অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা অসম্ভব। তাই বাধ্য হয়ে স্থানীয়রাই তাকে কাঁধে নিয়ে হাসপাতালের উদ্দেশে প্রথমে রওনা হন। কিন্তু বরফের স্তূপ পেরিয়ে কিছু দূর যেতেই ক্লান্ত হয়ে যান প্রায় সকলেই। ওদিকে য'ন্ত্র'ণায় তখন তরুণীর গোটা শরীর প্রায় অবশ। তার আ'র্ত চিৎকার কানে আসে উপত্যকার ওই এলাকায় টহলরত ভারতীয় সেনার। তড়িঘড়ি স্থানীয়দের সঙ্গে হাত লাগান তার। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা হেঁটে মহিলাকে হাসপাতালে পৌঁছে দেন তারা। আপাতত মা এবং নবজাতক দু'জনেই সুস্থ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে