বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩:৩৯

যে কারণে আচমকা পদত্যাগ করলেন রাশিয়ার প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা

যে কারণে আচমকা পদত্যাগ করলেন রাশিয়ার প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যা'গ করল রাশিয়ার প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা। আচ'মকা এমন ঘোষণায় হ'তচ'কিত গোটা বিশ্ব। তবে তারা দেশের মানুষের চাহিদাপূরণ করতে না পারায় গোটা মন্ত্রিসভা পদত্যা'গ করেছে বলে খবর। প্রধানমন্ত্রী পদের পরবর্তী দায়িত্ব কে নেবেন, সে সম্পর্কে একনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, রাশিয়ার আর্থিক পরিস্থিতি ক্র'ম'শ খা'রাপ হচ্ছে। পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নের হা'রও স্তিমিত। 

ফলে সরকারের বি'রু'দ্ধে দেশবাসীর মনে ক্ষো'ভ ক্র'মাগ'ত বাড়ছিল। এমন পরি'স্থিতিতে পদত্যা'গ করল রাশিয়ার মন্ত্রিসভা। দেশে একগুচ্ছ সংবি'ধানিক সং'স্কারের ঘোষণা করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তারপরই তার কাছে পদত্যা'গপত্র জমা দেন প্রধানমন্ত্রী দিমিত্রিয় মেদেভদেভ। সূত্রের খবর, দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি এই মন্ত্রিসভা। তাই তাদের পদত্যা'গের নির্দে'শ দিয়েছিলেন খোদ পুতিনই। এরপরই ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীসহ বাকিরা।

বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। সেখানে দেশের সাম্প্রতিক অবস্থা, দেশবাসীর জীবনযাত্রাসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু গত কয়েক বছরে দেশের মানোন্নয়ন হয়নি বলে্ও আক্ষেপ করেন পুতিন। দেশের সরকারের বি'রু'দ্ধে দেশবাসীর মনে ক্ষো'ভ জমছিল। দিমিত্রিয় সরকার মানুষের দেশের উন্নয়নে উল্লেখ যোগ্য কাজ করতে পারেনি বলে অ'ভিযো'গ ওঠে। এরপরই এদিন চমকে দেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দিমিত্রিয়।

বুধবার এক অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি ভ্লাদিমি পুতিন ও দিমিত্রিয় মেদেভদেভ। সেখানে 'সাংবিধানিক সংস্কারের' কথা ঘোষণা করেন পুতিন। তিনি ই'ঙ্গিত দেন রাশিয়ার সংবিধানের মৌলিক কাঠামোয় বদল আনবেন। তারপরই সরকার থেকে প্রধানমন্ত্রী ও বাকিদের ইস্তফার কথা ঘোষণা করেন। পুতিন বিদায়ী সরকারকে ধন্যবাদ জানালেও তাদের কাজের প্রতি অস'ন্তোষ প্রকাশ করেন।

পুতিন জানান, জনসাধারণের আশা পূরণ করতে ব্য'র্থ হয়েছেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন সরকার। এ প্রসঙ্গে দিমিত্রিয় বলেন, 'এই পরিস্থিতিতে আমার মনে হয় সরকারের পদত্যা'গ করা উচিৎ।' পরিসংখ্যান বলছে, ডলার তুলনায় অনেকটাই পড়েছে রাশিয়ান মুদ্রা রুবেলের দাম। এদিন বিকেলেও সেই ধারা বজায় ছিল। তারপরই মন্ত্রিসভা পদত্যা'গ করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে