বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ১০:১০:১৭

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইরানের সংসদে প্রস্তাব

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইরানের সংসদে প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সঙ্গে তেহরানের সম্পর্ক না রাখার পক্ষে গতকাল মঙ্গলবার ইরানের প্রায় একশ আইনপ্রণেতা দেশটির পার্লামেন্ট ইসলামিক শূরা পরিষদে একটি বিল উত্থাপন করেছেন। তাদের দাবি, তেহরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত থেকে শুরু করে কনস্যুলার পর্যন্ত সব পর্যায়ে এই অবনমন করতে হবে। গত দুদিন ধরে ইরানের আইনপ্রণেতা ও রাজনীতিবিদেরা তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যকায়ারকে ব'হিষ্কা'রের দাবি জানিয়ে আসছেন। 

গত শনিবার ইরানের রাজধানী তেহরানে সরকারবি'রো'ধ এক বিক্ষো'ভে ব্রিটিশ রাষ্ট্রদূত উপস্থিত হওয়ার পর তাকে বহি'ষ্কারের দাবি ওঠে। ইরানের পার্লামেন্ট সদস্য (এমপি) আহমাদ আমিরাবাদি ফারাহানি দেশটির বেসরকারি সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, আগামী দিনে এ সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার জন্য দিনক্ষণ ঠিক করা হবে। ওই বিল পাস হলে যুক্তরাজ্যের সঙ্গে রাজনৈতিক ও কনস্যুলার পর্যায়ের সম্পর্ক অবনতি করতে হবে ইরান সরকারকে।

ইরানের পার্লামেন্টে উত্থাপনের অপেক্ষায় থাকা ওই বিল পাশ হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক আদালতে ইরানি জনগণের অধিকার পূরণের জন্য প্রয়োজনীয় আইনি, বিচা'রিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ এবং প্রতি তিনমাসে সংসদের জাতীয় সুর'ক্ষা ও পররাষ্ট্রনীতি কমিটিতে একটি প্রতিবেদন জমা দেয়ার আদেশ থাকবে। এদিকে ইরানের গণমাধ্যম বলছে, বুধবার নিজ দেশে ফিরে গেছেন রাষ্ট্রদূত রব ম্যাকায়ার। ইরানের বিভিন্ন মহল থেকে তাকে বহি'ষ্কারের দাবি জো'রালো হওয়ার মধ্যেই তিনি তেহরান ত্যা'গ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে