আন্তর্জাতিক ডেস্ক : সিএএ, এনআরসি নিয়ে বেনজির ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশা'লীন ভাষায় আ'ক্র'মণ করলেন লোকসভার বিরো'ধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। বসিরহাটের এক জনসভা থেকে অধীরের প্রশ্ন, “আমার নাগরিকত্ব কি তোর বাবা দিয়েছিল?” এরপর বিজেপি নেতাদের বি'রু'দ্ধে একের পর এক তো'প দা'গেন কংগ্রেস সাংসদ। এমনকী প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মমতার বৈঠক নিয়েও ক'টা'ক্ষ করেন তিনি।
বুধবার বিকেলে এনআরসি ও নাগরিক সংশো'ধনী আইনের বিরো'ধিতায় কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাটের বাদুড়িয়া চৌমাথা করাতকল মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল। কংগ্রেস বিধায়ক আবদুর রহিম দিলু সভাটির আয়োজন করেছিলেন। সেই সভার প্রধান বক্তা ছিলেন অধীর। সভায় এনআরসি ও সিএএ প্রসঙ্গে তিনি বলেন, “আমিও বাংলাদেশ থেকে এদেশে এসেছি। তারপর সাংসদ হয়েছি।” এরপরই মোদি-শাহকে জুটিকে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “আমার নাগরিকত্ব কি তোর বাবা দিয়েছিল?”
এখানেই শেষ নয়। এরপর বেনজির ভাষায় লোকসভার বিরো'ধী দলনেতার সাফ কথা, 'ভারত নরেন্দ্র মোদি অমিত শাহের বাপের জমিদারি নয়। তোরা আজ আছিস, কাল থাকবি না। মহারাষ্ট্র-ঝাড়খন্ড দেখিয়ে দিয়েছে তোমাদেরও লাথি মা'রা যায়। আগামী দিল্লির নির্বাচনে তোমরা লা'থি খাবে প্রস্তুত হও। সংবিধানবিরো'ধী আইন মানুষ মানবে না।'
দিন কয়েক আগে সন্ত্রা'সবা'দিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে কাশ্মীরের ডিএসপি দেবেন্দর সিং গ্রেপ্তার হন। সেই প্রসঙ্গে অধীরের মন্তব্য ঘিরে বি'ত'র্ক মাথাচারা দিয়েছিল। সেই প্রসঙ্গে অধীররঞ্জন বলেন, 'বিজেপি আরএসএস ও কিছু সংবাদমাধ্যম আমাকে পাকিস্তানি বলে আখ্যা দিয়েছে। আমি প্রকাশ্য জনসভায় বলছি আমি অধীর রঞ্জন চৌধুরি আমি পাকিস্তানি।' বাদুড়িয়ার সভা শেষ করে বসিরহাট টাউন হলে আরেকটি সভা করে যান অধীর চৌধুরি।