আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁ'টিতে রকেট হা'মলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উত্তর বাগদাদের তাজি সামরিক ঘাঁ'টিতে এ হা'মলার ঘটনা ঘটে। এতে ক্ষ'য়ক্ষ'তি সম্পর্কে কিছু জানা যায়নি। এ হা'মলার দায় কোনো গো'ষ্ঠী স্বী'কার করেনি। সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট বিমান ঘাঁ'টিতে ইসরাইল ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে।
তবে এতে কিছু ক্ষ'য়ক্ষ'তি হলেও প্রা'ণহা'নি ঘটেনি। এদিকে, ইরাক থেকে মার্কিন সেনা প্র'ত্যাহারের দাবিতে বিক্ষো'ভের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁ'টিতে কয়েকটি কাতিউশা রকেট আ'ঘা'ত হে'নেছে। তবে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি। রকেটগুলো কিভাবে ঘাঁ'টিতে আ'ঘা'ত হে'নেছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এর আগে রোববার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল-বালাদ বিমানঘাঁ'টিতে আটটি কাতিউশা রকেট আ'ঘা'ত হা'নে। এতে চার ব্যক্তি আহ'ত হন। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁ'টির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা রয়েছে। ইরানের কুদস ফোর্সের কমা'ন্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হ'ত্যার প্রতিশো'ধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁ'টিতে ইরান ৮ জানুয়ারি হা'ম'লা চালায়। এরপর থেকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁ'টিতে প্রায় প্রতিদিনই ছোটখাটো হা'ম'লা হচ্ছে।