আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ম'দতে চলতে থাকা সন্ত্রা'সবাদের বি'রু'দ্ধে সুর চ'ড়ালেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ বৃহস্পতিবার রাইসিনা বার্তালাপ ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক'ড়া ভাষায় পাকিস্তানকে আ'ক্র'মণ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেখানে তিনি জানান, সন্ত্রা'সবাদ মোকা'বিলায় আমেরিকার মতো ক'ড়া হতে হবে ভারতকেও।
সিডিএস জেনারেল রাওয়াত বলেন, 'আমাদেরকে সন্ত্রা'সবাদ শেষ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমেরিকার মতো আমরাও বিশ্বের যেকোনও প্রান্তে থাকা সন্ত্রা'সবাদীদের বি'রু'দ্ধে যু'দ্ধ ঘোষণা করব। ৯/১১-এর ঘটনার পর আমেরিকা যেভাবে সন্ত্রা'সবাদের বি'রু'দ্ধে যু'দ্ধ ঘোষণা করেছিল, আমাদেরও তাই করতে হবে। এটা করতে গেলে আমাদের জ'ঙ্গিদের মদত দেওয়া সকলকে একঘরে করে দিতে হবে।'
এরপর পাকিস্তানকে তো'প দে'গে জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রা'সবাদ ততদিন থাকবে যতদিন এটাকে ম'দত দানকারী দেশদের আমরা একঘরে করব না। কিছু দেশ আছে, তারা সন্ত্রা'সবাদকে ম'দত দিচ্ছে। এবং জ'ঙ্গিদের ব্যবহার করে ছল'নার যু'দ্ধে লি'প্ত হচ্ছে। তারা জ'ঙ্গিদের অ'স্ত্র, অর্থ, সবই দিচ্ছে। এরকম হলে তো আর সন্ত্রা'সবাদকে নিয়ন্ত্রণে আনা যায় না।'
পাকিস্তানকে কো'ণঠা'সার করার বার্তা দিয়ে সিডিএস বলেন, 'যদি কোনও দেশ সন্ত্রা'সবাদকে ম'দত দেয় তবে আমার মনে হয় তাদের বি'রু'দ্ধ ক'ড়া পদক্ষেপ নেওয়া উচিত। এইই পদক্ষেপ নেওয়ার মধ্যে অন্যতম হতে পারে ফিন্যা'ন্সিয়াল অ্যা'কশন টাস্ক ফোর্সের মাধ্যমে নিষে'ধাজ্ঞা জারি করা। পাশাপাশি কূটনৈতিক স্তরেও সেই দেশকে একঘরে করা উচিত।'