বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ০৪:৫৪:১২

বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেলেন ভারতীয় সেনা

বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেলেন ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত সীমান্তে সব সময়ই উত্তে'জনা পরি'স্থিতি বিরাজ করে। তবে সম্প্রতি কাশ্মীর ও ভারতে নাগরিক সংশো'ধনী আইন ইস্যুতে এই উত্তে'জনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। আর এমন পরি'স্থিতিতে বরফে পিছলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন এক ভারতীয় সেনা। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

সংবাদমাধ্যমটি জানায়, বরফে পা পিছলে পাকিস্তানে চলে যাওয়া ওই ভারতীয় সেনার নাম রাজেন্দ্র নেগি। তিনি একজন হাবিলদার। জম্মু ও কাশ্মীরের গুলমার্গ এলাকায় কর্তব্যরত ছিলেন তিনি। গত ৮ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। এ বিষয়ে ইন্ডিয়া টুডেকে রাজেন্দ্র নেগির স্ত্রী রাজেশ্বরী জানান, স্বামীর কোনো খোঁ'জ পাচ্ছিলাম না। সীমান্তে ডিউটিতে আছেন এটাই জানতাম। 

রাজেশ্বরী বলেন, বুধবার হঠাৎই আামকে ফোন করে প্রশাসন থেকে জানানো হয়, আমার স্বামী নিখোঁ'জ রয়েছেন। এর কিছুক্ষণ পর আবার তারা জানায়, বরফে পিছলে দুর্ঘ'টনাব'শত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন। আমি খুবই দু'শ্চি'ন্তায় আছি। স্বামীকে অ'ক্ষ'ত ফেরত পাব কিনা সে নিশ্চ'য়তা দিচ্ছে না কেউ। পাকিস্তান থেকে আমার স্বামীকে দ্রু'ত ফেরত আনার জন্য ভারত সরকারকে আহ্বান জানাই।

নেগির স্ত্রীর এমন আ'কু'তির বিষয়ে ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘ'টনাব'শত পাকিস্তানে চলে যাওয়া ওই সেনাকে ফেরত আনতে ইতোমধ্যে সব ধরনের তৎপরতা শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ২০০২ সালে গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে যোগ দেন রাজেন্দ্র নেগি। একমাস দেরাদুনে ছুটি কাটানোর পর অক্টোবরে তিনি কাজে যোগ দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে