আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভ'য়াব'হ তুষারধ'সের মধ্যেই জানা'জা।ব্যা'পক বৈরি আবহাওয়া বিরা'জ করছে পাকিস্তান-শাসিত কাশ্মীরে। ভ'য়াব'হ তুষারধ'সের কব'লে পড়েছে অঞ্চলটি। সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তান-শাসিত কাশ্মীরের নীলুম উপত্যকায়। সেখানে তুষারধসে মা'রা গেছে বেশ কয়েকজন মানুষ।
এদিকে এই বৈ'রি আবহাওয়ার মধ্যেই তুষারধ'সে মৃ'তদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।নীলুম উপত্যকায় তুষারধ'সে নিহ'ত এক ব্যক্তির জানাজা অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এএফপি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান জু'ড়ে জলাবদ্ধ'তা, বন্যা ও শীতল আবহাওয়ার জেরে ১৩০ জনেরও বেশি মানুষ মা'রা গেছে।