শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:৫৮:৩০

ইসরাইল ক্যা'ন্সার টিউমার, যুক্তরাষ্ট্র ধ্বং'স হয়ে যাবে: জুমার খুতবায় খামেনি

ইসরাইল ক্যা'ন্সার টিউমার, যুক্তরাষ্ট্র ধ্বং'স হয়ে যাবে: জুমার খুতবায় খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে একটি ক্যা'ন্সারের টিউমার আখ্যায়িত করে কেউ দেশটির বিরো'ধিতা করলে তাকে সহায়তার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জুমার খুতবায় ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হা'মলার বি'রু'দ্ধে হু'শিয়া'রি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দশ বারের বেশি ধ্বং'স হয়ে যাবে।

গত আট বছরের মধ্যেই এই প্রথম শুক্রবার তেহরানে জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। তিনি বলেন, ড্রোন হা'মলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হ'ত্যা মার্কিন প্রশাসনের জন্য ল'জ্জার। এটা তাদের স'ন্ত্রা'সী চরিত্র। এর আগে এই হ'ত্যাকা'ণ্ডের ক'ঠি'ন প্র'তিশো'ধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে ইরান।

ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উ'দ্ধ'ত শ'ক্তির মুখে থা'প্পর দেয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়। গত সপ্তাহে তেহরানে 'ভুলবশত' ক্ষে'পণা'স্ত্র হা'মলায় ইউক্রেনের একটি বিমান বি'ধ্ব'স্ত হওয়ার পর দেশটিতে ব্যা'পক বিক্ষো'ভ দেখা দিয়েছে। মার্কিন নিষে'ধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক ম'ন্দায় ব্যা'পক চা'পে রয়েছে ইরানের সরকার। বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। 

ইরানে মতানৈ'ক্যের বি'র'ল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূ'পা'তিত হয়েছে, তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি। এর আগে ২০১২ সালে ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এ নেতা। তখন আরব বস'ন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উ'ত্তা'ল ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে