শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৯:৫০:৪৬

নরেন্দ্র মোদি কি ভারতীয় নাগরিক? তথ্য অধিকার আইনে প্রমাণ চেয়ে আবেদন!

নরেন্দ্র মোদি কি ভারতীয় নাগরিক? তথ্য অধিকার আইনে প্রমাণ চেয়ে আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ভারতীয়? নাগরিকত্বের কি প্রমাণ আছে তার কাছে? কী কী নথি দেখাতে পারবেন তিনি? করা হোক অনু'স'ন্ধান। জনসমক্ষে দেখানো হোক নরেন্দ্র মোদির নাগরিকত্বের প্রামান্য নথিপত্র। এবার আরটিআই অ্যাক্ট বা তথ্য অধিকার আইনে চাওয়া হল স্বয়ং প্রধানমন্ত্রীর নাগরিকত্বের প্রমাণ।

নাগরিকত্ব সংশো'ধনী আইন বা সিএএ ২০১৯ নিয়ে বি'ত'র্ক চলছেই। বলা যেতে পারে এই ইস্যু নিয়ে একেবারে দ্বি'ধাবিভ'ক্ত দেশ। এরই মধ্যে এমনই এক বি'স্ফো'রক আরটিআই আবেদন করা হল কেরালায়। জানা গিয়েছে সেই রাজ্যের ত্রিশুর জেলার চালক্কুডি শহরের এক বাসিন্দা জশ কল্লুভেত্তিল এই আবেদন করেছেন। গত ১৩ জানুয়ারি চালক্কুডি পৌরসভার জন তথ্য কর্মকর্তার কাছে তিনি এই আবেদন করেন বলে জানিয়েছে কেরালার তথ্য বিভাগ।

সেই আবেদনপত্রে নরেন্দ্র মোদি ভারতীয় নাগরিক কিনা তা অ'নুস'ন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় নাগরিক হিসেবে কী কী প্রামান্য নথি আছে নরেন্দ্র মোদির তাও জনসমক্ষে প্রকাশ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, নাগরিকত্ব আইন অনুসারে আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে গণ্য হয় না।

নয়া নাগরিকত্ব আইন নিয়ে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি বিরো'ধ দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম কেরালা। এই রাজ্যে ইতিমধ্যেই সিএএ ২০১৯ লা'গু করা হবে না বলে একটি রেজেলিউশন পাস করা হয়েছে বিধানসভায়। সেই সঙ্গে এনপিআর আপডেট করার কাজও স্থ'গিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। এবার এই আবেদনের জল কতদূর গড়ায় সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে