শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৩:৫৩

যাদের মা-বাপের ঠিক নেই, তারাই নাগরিকত্ব আইনের বিরো'ধীতা করছে: দিলীপ ঘোষ

যাদের মা-বাপের ঠিক নেই, তারাই নাগরিকত্ব আইনের বিরো'ধীতা করছে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক : যাদের মা-বাপের ঠিক নেই, তারাই নাগরিকত্ব আইনের বিরো'ধীতা করছে। দ্বিতীয়বার রাজ্য সভাপতি হওয়ার পরেই নাগরিকত্ব আইন ও এনআরসি বিরো'ধীদের আ'ক্র'মন শা'নালেন দিলীপ ঘোষ। এমনকি এদিন পশ্চিমবঙ্গের হিন্দুদের আশ্বস্ত করে তিনি বলেন, 'আপনাদের কোন চিন্তা নেই, আমরা আছি।'
 
নাগরিকত্ব আইন ও এনআরসি কোনভাবেই কার্যকর হবেনা বলে প্রথম দিন থেকেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নাগরিকত্ব আইনের বিরো'ধিতা করেছে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস সকলেই। এবার বিরো'ধীদের একহাত নিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, সিএএ-এনআরসি নিয়ে বিরো'ধীরা মানুষদের বি'ভ্রা'ন্ত করছে। মানুষকে ভ'য় দেখানো হচ্ছে। 

এর পরেই তিনি সাধারণ মানুষকে অভয় দিয়ে বলেন, 'মা-বাপের কোন জন্ম তারিখ লাগবেনা। আমাদের মা-বাপ ঠিক আছে। আমাদের কোন চিন্তা নেই। যাদের মা-বাপের ঠিক নেই, তাদের চিন্তা।' এখানেই না থেমে তিনি আরও বলেন, 'বাংলায় হিন্দুদের কোন ভয় নেই, কিছু হলে আমরা আছি।'
 
এদিন মুখ্য'মন্ত্রীকে চ্যালে'ঞ্জ ছুঁড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদিমণি বিরোধীতা করলেও সিএএ ও এনআরসি কার্যকর হবে। এর আগেও তিনি ৩৭০ ধারা বিলো'প ও রাম মন্দিরের বিরো'ধীতা করেছিলেন। কিন্তু সেসব ক্ষেত্রে সফল হয়েছে মোদি সরকার। এদিন দিলীপবাবু দাবি করেন, দিদি সাধারণ মানুষকে উ'স্কা'নি দিচ্ছেন। তবে, মুখ্যমন্ত্রী না চাইলেও বাংলায় যে এনআরসি ও সিএএ হচ্ছে তা এদিন স্পষ্ট জানিয়ে দেন দিলীপ ঘোষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে