শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৩:৩৮

ভ'য়াব'হ দাবানলের পর এবার বন্যায় ভাসছে অস্ট্রেলিয়া

ভ'য়াব'হ দাবানলের পর এবার বন্যায় ভাসছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়াব'হ দাবানলের পর এবার আ'ক'স্মিক বন্যার ক'বলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য। প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই আ'ক'স্মিক বন্যা দেখা দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে আজ শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েল রাজ্যেও ঝ'ড় হয়েছে। 

এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ঝ'ড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঝ'ড়-বৃষ্টিতে এখনো অস্ট্রেলিয়ার কোন রাজ্য থেকে ক্ষ'য়ক্ষ'তির খবর পাওয়া যায়নি। বন্যায় অনেক রাজ্যের সড়ক বন্ধ হয়ে গেছে। তবে কিছু রাজ্যে বন্যা দেখা দিলে এখনো অস্ট্রেলিয়ার ১০০টি স্থানে দা'বানল অব্যাহ'ত রয়েছে।

দুই মাসেরও বেশি সময় ধরে ভ'য়াব'হ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। কিছুতেই আ'গুন নিয়'ন্ত্রণে আনতে পারেনি দেশটির সরকার। দাবানলে প্রাণ গেছে অন্তত ২০ জনের। আর ৫০ কোটি প্রাণী নিহ'তের খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। দেশটির সব স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে