শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৮:২২

'বুজে-শুনে কথা বলুন' ফের ট্রাম্প-খামেনির উত'প্ত বাক্যবিনিময়

'বুজে-শুনে কথা বলুন' ফের ট্রাম্প-খামেনির উত'প্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিকে বুজে-শুনে কথা বলার হুঁ'শিয়া'রি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভু'লব'শত ইউক্রেনীয় বিমানে রকেট আ'ঘা'ত করার পর থেকেই ইরানের সর্বত্র সরকার বিরো'ধী আন্দো'লন মাথাচা'ড়া দিয়েছে। তার জন্য মার্কিন সরকারকেই দুষে'ছেন খামেনি। 

মার্কিন ম'দতে ইচ্ছাকৃত ভাবে সে দেশে অস্থি'রতা তৈরি করা হচ্ছে, সোলাইমানির আত্মত্যা'গকে ছোট করে দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সেইসঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলিকে আমেরিকার 'দালাল' বলেও উল্লেখ করেছেন। তাতেই চটে'ছেন ট্রাম্প। তার মতে, শব্দ চয়নের ক্ষেত্রে আরও স'ত'র্ক হওয়া উচিত খামেনির।

এর আগে, মধ্যরাতে ইরাকে মার্কিন ঘাঁ'টিতে রকেট হা'নাকে 'আমেরিকার গালে সপা'টে থা'প্পড়' বলে মন্তব্য করেছিলেন খামেনি। তারপর শুক্রবার ফের দু'দেশের টা'না'পড়েন নিয়ে মুখ খোলেন তিনি। ২০১২-র পর শুক্রবারই প্রথম জুম্মার নমাজের পর বক্তৃতা করেন খামেনেই। সেখানে তাঁর ভাষণে ইউক্রেনীয় বিমানে রকেট দা'গার প্রসঙ্গ উঠে আসে। 

খামেনি বলেন, ''বিমান দু'র্ঘ'টনা অত্যন্ত হৃদয় বিদা'রক ঘটনা, যাতে আমাদের মন দ'গ্ধ হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টিকে এমন ভাবে তুলে ধরার চেষ্টা চলছে, যাতে মার্কিন হা'ম'লায় শহিদ জেনারেল কাসেম সোলেমানির আ'ত্মত্যা'গের কথা সকলে বেমালুম ভুলে যায়।'' ইরানকে দ'মিয়ে রাখতে এই দু'র্ঘ'টনাকে শ'ত্রুপক্ষ হা'তিয়ার করছে বলেও অভিযোগ তোলেন খামেনি। 

চার দিকে 'আমেরিকা নি'পা'ত যাক' স্লো'গানের মধ্যেই তিনি বলেন, ''বিমান দু'র্ঘট'নায় আমরা দুঃখ পেলেও, শ'ত্রুরা কিন্তু খুশিই হয়েছে। আমাদের বাহিনী, সরকারকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছে যে! মুখে যতই সাধারণ ইরানবাসীর পাশে থাকার কথা বলুন না কেন, বি'দ্বে'ষপূর্ণ মার্কিন সরকারের মুখপাত্ররা আসলে মি'থ্যা বলছেন।'' ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সকে আমেরিকার 'দালাল' বলেও উল্লেখ করেন খামেনি। 

তার এই মন্তব্যের বি'রু'দ্ধেই টুইটারে ফুঁ'সে ওঠেন ট্রাম্প। তিনি লেখেন, ''ইরানের ওই শীর্ষ নেতা আমেরিকা এবং ইউরোপ সম্পর্কে ক'দ'র্য কথা বলেছেন। ওদের অর্থনীতি ভেঙে পড়ছে, সাধারণ মানুষ দুর্ভো'গ পো'হাচ্ছেন। এমন অবস্থায় শব্দ চয়নে আরও স'ত'র্ক হওয়া উচিত ওর।'' সরকারবিরো'ধী বিক্ষো'ভ চলাকালীন সম্প্রতি আন্দো'লনকারীদের লক্ষ্য করে গু'লি চালানোর অভিযোগ উঠেছে ইরানের পুলিশের বি'রু'দ্ধে। 

তা নিয়েও তাদের একহাত নেন ট্রাম্প। টুইটারে তিনি লেখেন, ''ইরানের সত্‍ মানুষরা, যারা আমেরিকাকে ভালবাসেন, তাদের একটা এমন সরকার দরকার যারা কি না তাদের জন্য ভাববে, তাদের স্বপ্ন পূরণ করবে, না কি ধরে ধরে তাদের খু'ন করবে। দেশকে ধ্বং'সের পথে না নিয়ে গিয়ে, স'ন্ত্রা'সের পথ থেকে সরে আসা উচিত ইরানের নেতাদের। ইরানকে ফের মহান করে তোলা উচিত তাদের।'' সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে