আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির নাম জেফ বেজোস। ১১৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক বেজোস সম্প্রতি তিন দিনের ভারত সফরে এসেছিলেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন তিনি। কিন্তু বেজোসকে 'অ্যাপয়েন্টমেন্ট' দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি মোদি। শুধু প্রধানমন্ত্রী নন, মন্ত্রিসভার কোনো সদস্যই বেজোসের সঙ্গে দেখা করেননি।
ফলে মোদির সঙ্গে দেখা না করেই ভারত ছাড়তে হয়েছে বিশ্বসেরা ধনী বেজোসকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগেই বেজোসকে জানিয়ে দেওয়া হয়েছিল, মোদির পক্ষে তার সঙ্গে দেখা করা সম্ভব হবে না। কিন্তু কেন বেজোসের সঙ্গে দেখা করলেন না মোদি? সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, 'বেজোসের সঙ্গে দেখা করার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই।'
বেজোসের মালিকানাধীন মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের প্রতি অসন্তো'ষের কারণে মন্ত্রিসভার কেউ তার সঙ্গে দেখা করেননি, এমনটাও বলছেন অনেকে। অবশ্য সরকারের আরেকটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, সম্প্রতি আমাজনকে ঘিরে বি'ত'র্ক ছড়ানোর কারণেই বেজোসের সঙ্গে দেখা করেননি মোদি। গ্রাহকদের থেকে 'প্রতা'রণামূলক দাম' রাখা হচ্ছে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপে আমাজনের বি'রু'দ্ধে ত'দ'ন্ত চলছে।
আমাজন ও ফ্লিপকার্টের প্রতি ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, বড় ছাড় দিয়ে ছোট ব্যবসায়ীদের বি'প'ন্ন করে এই মার্কিন সংস্থাগুলো ভারতীয় আ'ইন ভা'ঙছে। পীযূষ গয়াল সে প্রসঙ্গ তুলে বলেন, এ বিষয়ে প্রত্যেক ভারতীয় নাগরিকের উ'দ্বি'গ্ন হওয়া উচিত। নরেন্দ্র মোদিকেও ওয়াশিংটন পোস্ট পত্রিকার স'মালো'চনা করতে দেখা গেছে। বিশেষ করে নতুন নাগরিকত্ব বিলের ক'ড়া স'মালো'চনা করে মোদির বিরা'গভাজন হয় মার্কিন সংবাদপত্রটি।