আন্তর্জাতিক ডেস্ক : এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টা'র্গে'টে ইরানের ইসলামি বি'প্ল'বী গা'র্ড বাহিনী বা আইআরজিসির আরেক কমা'ন্ডার। মানবাধিকার ল'ঙ্ঘ'নের দা'য়ে অ'ভিযু'ক্ত করে তার ওপর এ নিষে'ধা'জ্ঞা আরো'প করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যা'ক'শন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এই তথ্য নি'শ্চি'ত করেছেন।
এক সংবাদ সম্মেলনে ব্রায়ান হুক বলেন, সরকারবিরো'ধী বিক্ষো'ভে নি'পী'ড়ন চালানোয় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমা'ন্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষে'ধা'জ্ঞা আরো'প করা হয়েছে। তার বি'রু'দ্ধে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাহশারে বি'ক্ষো'ভ দ'ম'নের অ'ভিযো'গ এনেছে যুক্তরাষ্ট্র।
ব্রায়ান হুক জানান, মার্কিন পররাষ্ট্র দফতরে উপস্থাপন করা ইরানি নাগরিকদের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে শাহভারপুরের অ'পরা'ধ নির্নয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরণের ৮৮ হাজার ছবি ও ফুটেজ পেয়েছে বলেও জানান তিনি। মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু স'মঝো'তা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর ক'ঠো'র নিষে'ধা'জ্ঞা আরো'প করে।
এরপর থেকে ওয়াশিংটন বহুবার ইরানের অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষে'ধা'জ্ঞা চা'পিয়ে দেয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত নভেম্বরে ইরানে বিক্ষো'ভ শুরু হয়। ওই বিক্ষো'ভ ক্রমে সরকারবিরো'ধী আন্দোলনে রুপ নিলে তাতে সমর্থনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বি'ক্ষো'ভে নি'রাপ'ত্তা বাহিনীর অ'ভিযা'নে কয়েকশো মানুষ নি'হ'ত হয় বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।