শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৩৩:০৫

মধ্যপ্রাচ্যে সংঘা'তে পাকিস্তানের বড় সর্বনা'শ দেখতে পাচ্ছেন ইমরান খান

মধ্যপ্রাচ্যে সংঘা'তে পাকিস্তানের বড় সর্বনা'শ দেখতে পাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স'ত'র্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য একটি সরাসরি সামরিক সং'ঘা'তের ভার বইতে পারবে না। বিশেষ করে সৌদি আরব এবং ইরানের মধ্যে। এ ধরনের প'রি'স্থি'তি পাকিস্তানের জন্য হবে ভ'য়াব'হ সর্বনা'শা।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক স্বাক্ষাৎকারে আঞ্চলিক দুই চি'রপ্র'তিদ্ব'ন্দ্বী সৌদি আরব এবং ইরানের সঙ্গে সম্পর্কে পাকিস্তানের নি'রপে'ক্ষ অবস্থানের কথা জানিয়েছেন ইমরান খান। এ দুই দেশের সঙ্গেই ঐতিহাসিকভাবে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ কূ'টনৈ'তিক, সাম'রিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেছেন, উপসাগরীয় সৌদি আরব একদিকে যেমন পাকিস্তানের অন্যতম বন্ধু, অন্যদিকে ইরানের সঙ্গেও প্রতিনিয়ত সুসম্পর্ক র'ক্ষা করে পাকিস্তান। যে কারণে আঞ্চলিক এ দুই পরাশ'ক্তির মাঝে উত্তে'জনা বাড়লে পাকিস্তান কোনও পক্ষ নেবে না। এমন পরি'স্থিতিতে সৌদি আরব এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সং'ঘা'ত হলে সেটি পাকিস্তানের জন্য হবে সর্বনা'শা। 

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, এ দুই দেশের সম্পর্ক যাতে খা'রাপ না হয়, আমরা সেটি নি'শ্চি'ত করতে সর্বো'চ্চ চেষ্টা করছি। মধ্যপ্রাচ্য আরেকটি সং'ঘা'তের ভার বহন করতে পারবে না। ইমরান খান আঞ্চলিক উত্তে'জনায় নিজ দেশের অবস্থান পরিষ্কার করে এমন এক সময় কথা বললেন, যার এক সপ্তাহ আগে সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্রের তিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পাক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি।

ইমরান খান বলেন, শান্তির জন্য তার দেশ যে কোনও ধরনের ভূমিকা রাখতে প্রস্তুত আছে। কিন্তু আর কখনই কোনও যু'দ্ধের অংশ হবে না। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্র'মবর্ধমান উত্তে'জনার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই স'ত'র্কবার্তা এলো। সূত্র : মিডল ইস্ট মনিটর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে