আন্তর্জাতিক ডেস্ক : আইএসের অন্যতম শীর্ষ নেতাকে জালে তুলেও তাকে ভ্যানে তুলতে গিয়ে হিম'শিম খেতে হল সোয়াট টিমের। কারণ ২৫০ কেজি ওজনের ওই নেতাকে জিপে তোলা যায়নি। ট্রাকে করে বহন করতে হয়েছে। সম্প্রতি আইএস-এর শীর্ষ নেতা মুফতি আবু আবদুল বারি ওরফে জাবাবা জেহাদিকে গ্রে'প্তার করেছে ইরাক বাহিনীর সোয়াট টিম।
তবে, আড়াইশো কেজি ওজনের আবুকে গ্রে'প্তারির পর তাকে তুলতে কালঘাম ছুটে যায় সোয়াট টিমের অফিসারদের। এমনকি আড়াইশো কেজি ওজনের মানুষকে বয়ে নিয়ে যেতে সক্ষমও নয় কোনও পুলিশ ভ্যান বলে জানিয়ে দেওয়া হয় ইরাক বাহিনীর তরফে। শেষমেষ আয়তনে চওড়া, নীচু ট্রাকে করে নিয়ে যাওয়া হয় আবুকে। আবুর বসে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অফিসাররা।
মুহূর্তে তা ভাই'রাল হয়েছে। ইরাক বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরা'পত্তা বাহিনীর বি'রু'দ্ধে উ'স্কা'নিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ রয়েছে আবু ওরফে জাবাবার নামে। তার নামে আরও অভিযোগ, যে সব ইসলামিক মৌলবীরা আইএস-এর বশ্য'তা স্বী'কার করতেন না তাদের হ'ত্যার ফতোয়া জারি করত আবু।