সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০১:২০:১২

ইরানের পরমাণু অ'স্ত্র তৈরির গো'পন চিঠি ফাঁ'স!

ইরানের পরমাণু অ'স্ত্র তৈরির গো'পন চিঠি ফাঁ'স!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান উত্তে'জনার মধ্যে এবার তেহরানের পরমাণু অস্ত্র সম্পর্কিত একটি গো'পন চিঠি ফাঁ'স হয়েছে। চিঠিটি ফাঁ'স করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।ইরান কর্তৃপক্ষ দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযু'ক্ত প্যারামিটারে নিউক্লি'য়ার প্রস্তুতের অনুরোধ সংবলিত ওই চিঠিটি শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। 

তবে, সংবাদমাধ্যমটি দাবি করেছে, তেহরানে এক অভি'যানে ইসরাইলের এজে'ন্টরা চিঠিটি উদ্ধা'র করেছিলেন ২০১৮ সালে। ২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ খোচিত চিঠিতে ইরানের উচ্চ পর্যায়ে থেকে প্রধান পরমাণু বিজ্ঞানীকে ক্ষে'পণা'স্ত্রের ওয়া'রহেড উপযোগী পর'মাণু প্রস্তুতের অনুরোধের উল্লেখ রয়েছে।
তবে ডেইলি মেইলের প্রকাশিত চিঠির বিষয়ে ইরান কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রি'য়া জানায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে