সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৩:৪৪:৫৩

নিহ'তদের লা'শ ফেরত পাঠাচ্ছে ইরান

নিহ'তদের লা'শ ফেরত পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: গত ৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্ব'স্ত হয়। বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় বিমানটি বিধ্ব'স্ত হয়। এই বিমান দু'র্ঘট'নায় নিহ'তদের লা'শ ফেরত পাঠাতে শুরু করেছে ইরান। রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ১১ জনের ম'রদেহ পৌঁছেছে বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উ'ত্তে'জনার মধ্যেই তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি  বিধ্ব'স্ত হয়। ওই বিমান দু'র্ঘ'টনায় ইরানের ৮২ জন, কানাডার ৫৭ জন, ইউক্রেনের ১১ জন, সুইডেনের ১০ জন, আফগানিস্তানের চারজন এবং ব্রিটেনের তিনজন নিহ'ত হন। 

ইউক্রেনের নিহ'ত ১১ জনের মধ্যে নয়জনই ছিলেন বিমানটির ক্রু সদস্য। নিহ'ত অপর দু'জন ছিলেন যাত্রী। ম'রদে'হগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্স-এর স্টাফদের অনেকেই কা'ন্নায় ভে'ঙে পড়েন।

জানা গেছে, ওই ম'রদেহগুলো ইউক্রেনের পতাকা দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি কফিনে কিয়েভে পাঠানো হয়েছে। সে সময় বিমানবন্দরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, প্রধানমন্ত্রী ওলেকসি গোনচারুক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহ'তদের স্বজন এবং ইউক্রেন এয়ারলাইন্সের সদস্যরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য কফিনগুলো কিছু সময়ের জন্য বিমান বন্দরের টার্মিনালে রাখা হয়। সূত্র : আল-জাজিরা, বিবিসি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে