সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৬:১৮:১০

ইয়েমেনে মসজিদে হা'মলা নিয়ে যা বলছেন কর্মকর্তারা

ইয়েমেনে মসজিদে হা'মলা নিয়ে যা বলছেন কর্মকর্তারা

আন্তর্জাতিকত ডেস্ক: ইয়েমেনে একটি সাম'রিক শি'বিরে অবস্থিত মসজিদকে ল'ক্ষ্য করে ড্রো'ন ও ক্ষে'পণা'স্ত্র হা'ম'লায় ৮৩ জনেরও বেশি নিহ'ত হয়েছেন। আহ'ত হয়েছেন আরও ১৪৮ জন। সাম'রিক সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সৌদি নেতৃত্বাধীন সাম'রিক জো'টের সঙ্গে ২০১৫ সাল থেকে ল'ড়াই চা'লিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হু'থি বিদ্রো'হীরা। আন্তর্জাতিক সমর্থনপু'ষ্ট সরকারকে হ'টিয়ে হু'থি বিদ্রো'হীরা রাজধানী দ'খ'ল করে নিলে এই সং'ঘা'ত শুরু হয়। ইয়েমেন যু'দ্ধকে আঞ্চলিক শ'ক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযু'দ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্র'দায়।

সৌদি কর্মকর্তারা বলেন, রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দূরে হু'থি বিদ্রো'হীরা মাদ্রিবের সাম'রিক শিবি'রে থাকা একটি মসজিদে মাগরিবের নামাজের সময় হা'মলা চালায়। আর মারিবের হাসপাতাল সূত্র জানায়, হামলায় ৮৩ জন নিহ'ত হয়েছেন। আহ'ত হয়েছেন আরও ১৪৮ জন।

তবে এই হা'মলার দায় স্বী'কার করেনি হু'থি বিদ্রো'হীরা। রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলোর নিয়ন্ত্র'ণ রয়েছে হু'থি বিদ্রো'হীদের কাছে। তাদের দাবি ইরানের পুতুল হয়ে নয় বরং একটি দুর্নী'তিবাজ ব্যবস্থার বি'রু'দ্ধে ল'ড়া'ই করছে তারা। একদিন আগেই হু'থিদের বি'রু'দ্ধে বড় আকারের অভি'যান শুরুর ঘোষণা দেয় সৌদি জোট সমর্থিত সরকার। 

সেই অভি'যানে অনেক হু'থি সদস্য নিহ'ত হয়েছে বলেও দা'বি করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার এক প্রতি'বেদনে বলা হয়, প্রেসিডেন্ট আবেদ্রাবো মানসুর হাদি মসজিদের এই হা'ম'লার নি'ন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘হু'থিদের এই হা'ম'লা প্রমাণ করে যে তারা শান্তি চায় না।’   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে