সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৮:২৩:৩১

সিরিয়ায় সেনা ঘাঁ'টিতে ড্রোন হা'মলা, আ'ঘা'ত হা'নার আগেই ঠে'কিয়ে দিলো রাশিয়া

সিরিয়ায় সেনা ঘাঁ'টিতে ড্রোন হা'মলা, আ'ঘা'ত হা'নার আগেই ঠে'কিয়ে দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁ'টিতে ড্রোন হা'মলা ব্য'র্থ করে দেওয়া হয়েছে। রুশ প্রতির'ক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তিনটি ড্রোন ভূ'পা'তিত করা হয়েছে এবং এসব ড্রোন উ'গ্রগো'ষ্ঠীগুলো পাঠিয়েছিল।

ড্রোনের হা'ম'লা ঠে'কিয়ে দেওয়া সম্ভব হওয়ায় হেমেইমিম ঘাঁ'টির কোনো ক্ষ'তি হয়নি। সিরিয়ায় অবস্থিত তারতুস নৌ ঘাঁ'টি এবং হেমেইমিম বিমান ঘাঁ'টি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সিয়িরার সরকারের আমন্ত্রণে সেদেশে উ'গ্রবা'দ বিরো'ধী অভিযান তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

উ'গ্র গোষ্ঠীগুলোর বি'রু'দ্ধে যু'দ্ধে রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে আমেরিকা ও ইসরাইল সমর্থিত স'ন্ত্রা'সীরা ব্যা'পক স'হিং'সতা শুরু করে। কয়েক বছরের ব্যা'পক সং''ঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা স'ন্ত্রা'সীদের দ'খ'লমু'ক্ত করতে সক্ষম হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে