সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৯:৩৫:০৮

ভারতে হিন্দু রীতিতে মসজিদের ভেতরে বিয়ে

ভারতে হিন্দু রীতিতে মসজিদের ভেতরে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের কেরালায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল নজির স্থাপন করে একটি মুসলিম জামাত কমিটি স্থানীয় মসজিদের ভেতরেই গরিব একটি হিন্দু মেয়ের বিয়ের আয়োজন করেছে। মসজিদ প্রাঙ্গণেই সম্পূর্ণ হিন্দু রীতি-রেওয়াজ মেনে রবিবার ওই বিয়ে সম্পন্ন হয়েছে এবং জামাত কমিটি নবদম্পতিকে উপহারেও ভরিয়ে দিয়েছেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নও সোশ্যাল মিডিয়াতে এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ওই শহরের লোকজনকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, কেরালাই ভারতের প্রথম রাজ্য যারা সে দেশের বি'ত'র্কি'ত নাগরিকত্ব আইনকে চ্যা'লে'ঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং তারা বলছে এই আইন ভারতের ধর্মনিরপেক্ষতার প'রিপ'ন্থী।

কেরালার আলাপুজা জেলার একটি ছোট জনপদ চেরাভাল্লি - যেখানে বাকি রাজ্যের মতোই হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানদের সহাবস্থান শত শত বছর ধরে। গতকাল রবিবার সেই চেরাভাল্লির স্থানীয় মসজিদের ভেতরেই একজন হিন্দু পুরোহিত সম্পূর্ণ শাস্ত্রীয় রীতি-নীতি মেনে বিয়ে দিলেন শরত শশী আর অঞ্জু অশোকের- আর চেরাভাল্লির শত শত মানুষ ভিড় করে এসেছিলেন সেই উত্‍সবে সামিল হতে।

শুধু অনুষ্ঠানের আয়োজন করাই নয়, বিয়েতে প্রায় হাজারখানেক অতিথিকে খাইয়েওছে স্থানীয় মুসলিম জামাত কমিটি - স্থানীয় মালয়লাম ভাষায় যাকে বলে 'সাদিয়া' পরিবেশন করা। চেরাভাল্লির মেয়ে, নববধূ অঞ্জুকে তারা দশ তোলা স্বর্ণও উপহার দিয়েছেন, নগদ অর্থও দিয়েছেন দুলক্ষ রুপি।

অথচ এভাবে মেয়ের এত জাঁ'কজ'মক করে বিয়ে হবে, কখনও তা ভাবতেই পারেননি অঞ্জুর মা বিন্দু অশোক। তিনি বলছিলেন, "অনেক আগেই আমি স্বামীকে হারিয়েছি - তারপর খুব কষ্ট করে তিন ছেলেমেয়েকে মানুষ করেছি।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে