মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০১:৩২:১৭

নাগরিকত্ব আইনের সমর্থনে রাস্তায় নামায় বিজেপি নেতাকে কষে থা'প্পড় নারী কর্মকর্তার!

নাগরিকত্ব আইনের সমর্থনে রাস্তায় নামায় বিজেপি নেতাকে কষে থা'প্পড় নারী কর্মকর্তার!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংশো'ধিত নাগরিকত্ব আইনের সমর্থনে করা বিজেপির ''তিরঙ্গা যাত্রা'' ঘিরে রবিবার উ'ত্তা'ল হয়ে উঠে দেশটির মধ্যপ্রদেশের রাজগড় জেলা। প্রথমে সেখানে মিছিল পূর্ববর্তী সমাবেশে বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরো'ধ বা'ধে। রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ১৪৪ ধারা জা'রি থাকার কথা জানিয়ে বিজেপি কর্মীদের মিছিল করতে নি'ষে'ধ করেন। 

কিন্তু নিষে'ধা'জ্ঞা অমা'ন্য করে মিছিল করতে চাইলে কেন্দ্রের ক্ষ'ম'তাসীন দল বিজেপির কর্মীদের সঙ্গে ত'র্ক-বিত'র্ক শুরু হয়। এরই এক পর্যায়ের এক বিজেপি নেতাকে কষে থা'প্প'ড় মেরে বসেন নিধি নিবেদিতা। এরপরই পরি'স্থিতি আরও উ'ত্ত'প্ত হয়ে উঠে। নিয়'ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অ'ভিযো'গ লাঠিচা'র্জও করে পুলিশ, এতে ২ বিজেপি কর্মী আহ'ত হয়েছে।

এনডিটিভির খবর, রাজগড় জেলায় ১৪৪ ধারা জা'রি থাকার কারণে সংশো'ধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত বিজেপির ওই কর্মসূচিতে অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে হাজির হন বহু বিজেপি কর্মী। প্রথমে কালেক্টর নিধি নিবেদিতা এবং রাজগড়ের পুলিশ সুপার বিজেপি কর্মীদের ওই সমাবেশ না করার বিষয়ে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও সেই কথাও কান দেননি বিজেপি কর্মীরা।

অভিযোগ এই সময় প্রশাসনিক কাজ সামলানো কিছু কর্মকর্তাকে হে'ন'স্থা করে বিজেপি কর্মীরা। এসডিএম প্রিয়া ভার্মা মিছিল নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছিলেন। সেই সময়েই কিছু বিজেপি কর্মী ঝামেলা শুরু করলে এক বিজেপি নেতাকে রেগে গিয়ে কষে থা'প্পড় মারেন কালেক্টর নিধি নিবেদিতা। ঘটনার পর পরিস্থিতি উ'ত্ত'প্ত হয়ে উঠলে পুলিশকে লা'ঠিচা'র্জ করতে হয়। এছাড়া বি'ক্ষো'ভ প্রদর্শনকারী ৮-১০ জন বিজেপি কর্মীকে আ'ট'ক করেছে পুলিশ।
 
এদিকে, এ ঘটনার নি'ন্দা জানিয়ে বিজেপি বলেছে, যেভাবে দু'জন নারী প্রশাসনিক কর্মকর্তা সিএএ-র সমর্থকদের মা'রধ'র করেছে তা অত্যন্ত নি'ন্দ'নীয়। বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেন, "আজকের দিনটিকে গণতন্ত্রের অন্যতম অ'ন্ধ'কার দিন হিসাবে গণ্য হবে।"

রাজ্যে তুঘ'লকি শা'সন চলছে বলে দাবি করে আরও একটি টুইট করেন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী চৌহান লেখেন, "কালেক্টর ম্যাডাম, আপনি বলুন আপনি কোন আইনে এমন শিখেছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা মানুষজনকে এভাবে মা'র'ধর করা যায়? কোন আইনে আপনি এই অধিকার পেয়েছেন? মানুষ এই স্বৈ'রত'ন্ত্র মেনে নেবে না"।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে