মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০১:৫২:৫৩

মোদি নিজে ছাত্র ছিলেন না বলেই ছাত্রসমাজের মর্ম বুঝে না: নাসিরউদ্দিন শাহ

মোদি নিজে ছাত্র ছিলেন না বলেই ছাত্রসমাজের মর্ম বুঝে না: নাসিরউদ্দিন শাহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকত্ব আইন নিয়ে তী'ব্র প্র'তিবা'দে শিক্ষার্থীদের ওপর হা'মলা'র ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাত নিলেন প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন শাহ। তার কাট'কা'ট কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ছাত্র ছিলেন না বলেই ছাত্রসমাজের প্রতি তার কোনো সহানুভূতি নেই। সোমবার একটি অনলাইন নিউজ পোর্টালে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। স্প'ষ্টভাষী হিসেবে সুবিদিত নাসিরউদ্দিন শাহ বলেন, তিনি নিজেকে কোনও দিনও মুসলিম ভাবেননি। আজও ভাবেন না। সচেতন নাগরিক হিসেবেই ক্রু'দ্ধ বোধ করছেন।

তিনি বলেন, জানি না আমার বার্থ সার্টিফিকেট আছে কি না। এত বছর এ দেশে কাজ করছি। পরিবারের বাকিরা কেউ পুলিশে, কেউ প্রশাসনে, কেউ সেনাবাহিনীতে কাজ করে এসেছে। আজ যদি ভারতীয় নাগরিকের প্রমাণ দিতে হয়, তাতে উদ্বে'গ নয়, ক্রো'ধই জন্মায়। আমি উদ্বি'গ্ন নই, আমি ক্রু'দ্ধ।

বিজেপি সরকারের ‘প্রধান বৈশিষ্ট্য ছাত্রসমাজের প্রতি বি'দ্বেষ’ এমন মন্তব্য করে এই বলিউড ডন বলেন, তারা নিজেরা কখনও ছাত্র ছিলেন না, বিদ্যাচর্চায় আগ্রহ দেখাননি কখনও, তার জন্যই হয়তো এই বি'দ্বে'ষ।

ছাত্ররা হল সেই গোষ্ঠী, যারা চিন্তা করে দেশের ভবিষ্যৎ নিয়ে। বড় হলে তাদের জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা তাদের ভাবতে হয়। প্রধানমন্ত্রী সেই গোষ্ঠীর অংশ ছিলেন না তাই তাদের প্রতি তার সহানুভূতিও নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে