মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৫:০৫:৫৬

যুক্তরাষ্ট্রের ওপর ফের প্রতিশো'ধ নেয়ার হু'ঙ্কার দিলো ইরান

যুক্তরাষ্ট্রের ওপর ফের প্রতিশো'ধ নেয়ার হু'ঙ্কার দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি সেনাবাহিনীর বিশেষ ফো'র্স আল কুদস বাহিনীর কমা'ন্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যায় যুক্তরাষ্ট্রের ওপর ফের প্র'তিশো'ধ নেয়ার হু'ঙ্কার দিলো ইরান। দেশটির কুদস ফোর্সের নব নিযুক্ত প্রধান ইসমাইল কায়ানি সোমবার এক অনুষ্ঠানে প্রতিশো'ধ নেয়ার এ হু'ঙ্কার দেন।

তিনি বলেছেন, কাসেম সোলাইমানিকে আমেরিকা কাপু'রুষো'চিত ভাবে হ'ত্যা করেছে। এসময় তিনি প্রতিজ্ঞা করে বলেন, এর প্রতিশো'ধ আমরা 'পুরুষো'চিত' ভাবে নিবো। ইসমাইল বলেছেন, তারা কাসেম সোলাইমানিকে ভী'রুভাবে হ'ত্যা করেছে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহ এবং বিশ্বব্যাপী স্বাধীনতা প্রত্যাশীরা যারা সোলাইমানির র'ক্তের প্রতিশো'ধ নিতে চান, তাদের মাধ্যমের তার (সোলাইমানি) শ'ত্রুদের পুরুষো'চিতভাবে পা'ল্টা আ'ঘা'ত করবো।

ইসমাইল কায়ানি সোমবার ইরানের প্রভা'বশালী ইসলামি বি'প্ল'বী বাহিনী (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে নিজের দায়িত্ব বুঝে নেন। সেখানেই তিনি এসব কথা বলেন। গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ড্রোন হা'ম'লা চালিয়ে কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে মার্কিন বাহিনী। এনিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চ'র'ম উত্তে'জনা শুরু হয়। এর জবাবে ইরাকে মার্কিন ঘাঁ'টিতে হা'ম'লা চালায় ইরান। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে