মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৫:১৭:৪৬

এবার তুরস্কের বি'রুদ্ধে কঠোর নিষে'ধা'জ্ঞা আরোপ

এবার তুরস্কের বি'রুদ্ধে কঠোর নিষে'ধা'জ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে অবৈ'ধভাবে তেল-গ্যাস অনুস'ন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর কঠোর নিষে'ধা'জ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল গতকাল সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ পর্যায়ের এ কূটনীতিক বলেন, তুরস্কের কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বি'রু'দ্ধে নিষে'ধা'জ্ঞা আরো'প করা হবে তা ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে ইউরোপীয় পরিষদের ওয়ার্কিং পার্টিকে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এই দায়িত্ব দিয়েছেন।

রোববার সাইপ্রাস সরকার তুরস্ককে একটি দ'স্যু দেশ বলে আখ্যা দিয়েছিল। সাইপ্রাসের উপকূলের কাছাকাছি তুরস্ক তেল-গ্যাস অনুস'ন্ধানের কাজ শুরুর পর সাইপ্রাস সরকার ওই মন্তব্য করে। সাইপ্রাস দাবি করে আসছে- তুরস্ক যে এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালাচ্ছে সেটি সাইপ্রাসের 'এক্সক্লুসিভ ইকোনমিক জোন'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে