মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪:৫২

মসজিদে অ'স্ত্র লুকিয়ে রাখে মুসলিমরা, এবার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা!

মসজিদে অ'স্ত্র লুকিয়ে রাখে মুসলিমরা, এবার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিজেপি নেতা ও মন্ত্রীদের বি'ত'র্কিত ও আ'লটপ'কা মন্তব্যের সীমা দিনদিন ছাড়িয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ বা ভিন রাজ্যের বিজেপি নেতা, বি'ত'র্কি'ত মন্তব্যে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। যেন গেরুয়া শিবিরের নেতাদের মধ্যে বি'ত'র্কিত মন্তব্যের প্রতিযোগিতা চলছে। ফের একবার মাত্রা ছাড়ালেন কর্নাটকের বিজেপি নেতা।

এমপি রেনুকাচার্য একসময় কর্নাটক সরকারের শুল্ক দপ্তরের মন্ত্রী ছিলেন। নাগরিকত্ব সংশো'ধনী আইনের বি'রু'দ্ধে গোটা দেশে প্র'তিবা'দ চলছে। কর্নাটকে সিএএ সমর্থনে একটি মিছিলে অংশ নিয়েছিলেন এই বিজেপি নেতা। সেখানেই তিনি বলেন, '‌মসজিদে অ'স্ত্র লুকিয়ে রাখে মুসলিমরা।'‌ সিএএ সমর্থনে মিছিলে তিনি পরিস্কার বিক্ষো'ভকারীদের হু'ম'কি দেন। মিছিল করার সময় তিনি বলেন, 'মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেব।'

বর্তমানে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক সম্পাদক তিনি। এমনকি মিছিলে রেনুকাচার্য বলেন, '‌সিএএ বিক্ষো'ভে অংশ নিয়ে যারা পুলিশের গু'লির শি'কা'র হয়েছেন। তাদের কোনওরকম সাহায্য করবে না রাজ্য সরকার।'‌ তার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়ে গেছে। এর আগে ‌বিজেপির বিধায়ক সোমাশেখর রেড্ডি বলেন, যারা নাগরিকত্ব আইনের বিরো'ধিতা করছেন, তারা তার ফল চো'কানোর জন্য তৈরি থাকুন। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে