মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ১০:৩০:২৭

হা'ড্ডাহা'ড্ডি লড়াই শেষে মুসলিম নারীর কাছে হেরে গেল মোদির বিজেপি!

হা'ড্ডাহা'ড্ডি লড়াই শেষে মুসলিম নারীর কাছে হেরে গেল মোদির বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকের মহীশূর জেলায় বিজেপি প্রার্থীকে হারিয়ে মেয়র হলেন মুসলিম নারী তাসনিম। পুরো ইন্ডিয়া জুড়ে যখন মুসলিম বি'দ্বে'ষ চলছে। সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর নামে চলছে চ'র'ম অরা'জকতা। ঠিক তখনিই মুসলিম নারী তাসনিম মেয়র নির্বাচিত হলেন।

ভারতের ধর্মনিরপেক্ষ (জেডিএস) জনতা দলের নারী সদস্য তাসনিম মহীশূর জেলার মেয়র নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মুসলিম বিদ্বে'ষকেই এ বিজয়ের কারণ হিসেবে ই'ঙ্গিত করছেন। হা'ড্ডাহা'ড্ডি লড়াই শেষে জনতা দলের নারী সদস্য তাসনিম ২৪ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

পরিস্কার-পরিচ্ছন্নতার শহর হিসেবে মহীশূরের যথেষ্ট সুনাম রয়েছে। এ শহরের ২২তম মেয়র হয়ে তাসনিম জানান, এ জয়ে সে অত্যন্ত খুশী। শহরের পরিচ্ছন্নতা ধরে রাখাই তার লক্ষ্য। অন্যান্য সমস্যা সমাধানেও সচেষ্ট থাকবেন বলে জানান নবনির্বাচিত মেয়র তাসনিম। উল্লেখ্য যে, জেডিএস থেকে কোনো মুসলিম প্রার্থীর এটিই প্রথম নির্বাচন নয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে