বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০২:৪৬:৫৭

১২৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানের জ্বালানি শেষ, অতঃপর...!

১২৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানের জ্বালানি শেষ, অতঃপর...!

আন্তর্জাতিক ডেস্ক: একেই বলে উদা'সিনতা। কারণ মাঝ আকাশে গিয়ে পাইলট ও অন্যান্যরা বুঝতে পারলেন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেই উড়োজাহাজে। তাই উড়োজাহাজটিকে জরু'রি অবতরণ করতে হলো জ্বালানি নেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে কলকাতা বিমানবন্দরে।

জানা গেছে, ভারতের দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল ওই উড়োজাহাজটি। ১২৭ জন যাত্রী ছিল। কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় পাইলট বুঝতে পারেন, উড়োজাহাযে প্রয়োজনীয় জ্বালানি নেই। এরপর উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরু'রি অবতরণ করানো হয়। শেষে জ্বালানি ভ'রে উড়োজাহাজটি আবার রাঁচির উদ্দেশে উড়ে যায়।

কিন্তু ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে। ১২৭ জন যাত্রীর প্রা'ণের ঝুঁ'কি কীভাবে নিতে পারলেন তারা, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তদ'ন্ত।
উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দ্বিতীয় দিনে কলকাতা বিমানবন্দরে ঘটে যায় নজি'রবিহী'ন ঘটনা। বিমানে বো'মাত'ঙ্কের জে'রে মুম্বইগামী একটি উড়োজাহাজ ১১৪ জন যাত্রী নিয়ে জরু'রি অবতরণ করেছিল কলকাতা বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শো'রগো'ল পড়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে